নবনীতা দত্তগুপ্ত, বিনোদন ডেস্কঃ
শুটিং শেষ হল ইন্ডিপেন্ডেন্ট ছবি ‘সতী আর ফিরবে না’র। সম্প্রতি সামনে এল ছবির পোস্টার। ছবির কাহিনি, পরিচালনা এবং সঙ্গীত পরিচালনায় অভি মিত্র।ক্যামেরায় দেবাশিস দে। স্ক্রিপ্ট লিখেছেন তারাশ্রী ঘোষ।
প্রসঙ্গত, ছবির কিছু ফুটেজ দেখে এই ছবির প্রযোজনার জন্য এগিয়ে এসেছে ‘ফিউচার ফিচার ফিল্মস’ ও ‘ইউনিক ক্রিয়েশন’।ছবিতে বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন জ্যামি ব্যানর্জি, সৌরভ বিট্টু, গৌরব চক্রবর্তী, অরিন্দম, সুমা দে প্রমুখ।
ইন্ডিপেন্ডেন্ট ছবি নির্মাণের বিষয়ে ভীষণ পজিটিভ চিন্তাভাবনা রাখে ‘সতী আর ফিরবে না’ ছবির সম্পূর্ণ টিম।পরিচালক অভি মিত্র’র কথায়- “একদিন ইন্ডিপেন্ডেন্ট ছবির কৌলিন্য বিগ বাজেট ছবির থেকে কিছু কম হবে না।”
আরও পড়ুনঃ আসছে ‘কড়ি খেলা’
এই একই বিশ্বাস রাখে ছবির অভিনেতা-অভিনেত্রী সহ অন্যান্য কলাকুশলীরাও আগ্রহী প্রযোজকরাও যে একদিন ভালো ছবি নির্মাণের নিরিখে ইন্ডিপেন্ডেন্ট ছবির পাশে দাঁড়াবে এই বিশ্বাসে অবিচল ‘সতী
আর ফিরবে না’ ছবির কলাকুশলীরা।এক ভিন্নধর্মী কাহিনি শোনাতে আসছে এই ছবি।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584