নিজস্ব প্রতিবেদন, নিউজ ফ্রন্টঃ
রাষ্ট্রপুঞ্জের নিরাপত্তা পরিষদে যে রাশিয়া বিরোধী প্রস্তাব আনা হয় সেই ভোটাভুটিতে অংশ নিলোনা ভারত ও চীন। রাশিয়ার বিরুদ্ধে এই প্রস্তাব আনে আমেরিকা ও সহযোগী দেশগুলি। প্রস্তাবের পক্ষে ভোট পড়ে ১১ টি।
ভারত, চীন ও সংযুক্ত আরব আমির শাহী ভোটাভুটিতে অংশগ্রহণ করেনি। নিরাপত্তা স্থায়ী সদস্য হিসাবে ভেটো প্রয়োগ করে রাশিয়া। ফলত বিরোধী প্রস্তাবটি পাশ হয়নি পরিষদে। তবে ভারতের পক্ষে বলা হয়, ‘‘ইউক্রেনের সাম্প্রতিক ঘটনাপ্রবাহে ভারত গভীরভাবে উদ্বিগ্ন। অবিলম্বে বৈরিতা এবং হিংসা বন্ধের আবেদন জানাচ্ছি আমরা। একমাত্র আলোচনার মাধ্যমেই ইউক্রেন সঙ্কট সমাধানের পথ মিলতে পারে।“
আরও পড়ুনঃ রাশিয়ার বিরুদ্ধে সরাসরি সাইবার যুদ্ধ ঘোষণা কালেক্টিভ অ্যাননিমাস-এর, ইতিমধ্যেই হ্যাকড RT চ্যানেল
ইউক্রেন সঙ্কট নিয়ে রাষ্ট্রপুঞ্জে ভারতের অবস্থানকে স্বাগত জানিয়েছে রাশিয়া। বৈঠকে ভারতের পক্ষে টিএস তিরুমূর্তি একাধিকবার আলোচনার মাধ্যমে ইউক্রেন সঙ্কট মেটানোর পক্ষে সওয়াল করেন। তিনি বলেন, এখনই সব দেশের বৈধ স্বার্থের কথা বিবেচনা করে দীর্ঘস্থায়ী শান্তি ও সুস্থিতির লক্ষ্যে পদক্ষেপ করা উচিত। এই প্রসঙ্গে ২০১৪-১৫ সালের মিনস্ক চুক্তির কথা উল্লেখ করেন তিরুমূর্তি। ইউক্রেন সংক্রান্ত সেই চুক্তি এখনও কার্যকর হয়নি।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584