নিজস্ব সংবাদদাতা, ওয়েব ডেস্কঃ
মহিলা নিখোঁজের ঘটনায় বিশ্বের শীর্ষে ভারত-চিন। গত ৫০ বছরে বিশ্বে কমপক্ষে ১৪ কোটি মহিলা নিখোঁজ হয়েছেন। এরমধ্যে এদেশেই নিখোঁজ মহিলার সংখ্যা প্রায় ৫ কোটি। মঙ্গলবার চাঞ্চল্যকর এক রিপোর্টে এমনই জানিয়েছে রাষ্ট্রপুঞ্জ। রিপোর্টে নিখোঁজ মহিলাদের তালিকায় ভারত ও চিন শীর্ষে বলে জানানো হয়েছে। দ্য স্টেট অফ ওয়ার্ল্ড পপুলেশন রিপোর্ট ২০২০-তে এই তথ্য জানিয়েছে রাষ্ট্রপুঞ্জ।
১৯৭০ সালে বিশ্বে নিখোঁজ মহিলার মোট সংখ্যা ছিল প্রায় ৬ কোটি ১০ লক্ষ। ২০২০ সালে সেই সংখ্যাটা লাফিয়ে বেড়ে দাঁড়িয়েছে ১৪ কোটি ২৬ লক্ষে। রিপোর্টে যা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছে রাষ্ট্রপুঞ্জ। ২০২০ সাল পর্যন্ত এই তথ্যে ভারত থেকে মোট ৪ কোটি ৫০ লক্ষ মহিলা নিখোঁজ হয়েছে। চিনে এই সংখ্যা ৭ কোটি ২০ লক্ষ।
জানা গিয়েছে, ২০১৩ থেকে ২০১৭ সালের মধ্যে এদেশে প্রায় ৪ লক্ষ ৬০ হাজার যুবতী নিখোঁজ হন। রিপোর্টে উদ্বেগ প্রকাশ করলেও, ভারত ও ভিয়েতনামের মতো দেশ নারী সুরক্ষায় ব্যবস্থা নিচ্ছে বলেও জানিয়েছে রাষ্ট্রপুঞ্জ।
আরও পড়ুনঃ স্কুল পাঠ্যবইয়ে নারীদের খাটো করে উপস্থাপন করা হয়, বলছে ইউনেস্কোর রিপোর্ট
বিশেষ উল্লেখ করা হয়েছে ভারতের ‘আপনি বেটি, আপনা ধন’ প্রকল্পের। সূত্রের খবর, করোনাভাইরাসের কারণে পরিষেবা লকডাউন যদি আরও ছ’মাস বর্ধিত হয়, তবে আরও ১ কোটি ৩০ লক্ষ মহিলা নিখোঁজ হতে পারে বলে আশঙ্কা ওই রিপোর্টে।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584