‘উই দ্য ডেড’-রোহিঙ্গাদের দুর্দশা নিয়ে সিনেমা

0
144

ওয়েবডেস্ক, নিউজফ্রন্ট

রোহিঙ্গাদের দুর্দশা তুলে ধরা সিনেমা এবার জায়গা করে নিল টোকিও আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের প্রতিযোগিতা বিভাগে। জাপানের চলচ্চিত্র অনুরাগীদের জন্য রোহিঙ্গা সমস্যার দিকে সহানুভূতির দৃষ্টিতে দেখার সুযোগ তৈরি করে দিতে যাচ্ছে ছবিটি।

অক্টোবর মাসের ২৫ তারিখ থেকে শুরু হবে ৩০তম আন্তর্জাতিক টোকিও চলচ্চিত্র উৎসব।
সিনেমার নাম ‘উই দ্য ডেড’ মালয়েশিয়ার পরিচালক এডমন্ড ইয়োর ‘উই দ্য ডেড’ তৈরি হয়েছে দেশ থেকে পালিয়ে গিয়ে বিদেশে আশ্রয় নেওয়া রোহিঙ্গা শরণার্থীদের দুর্দশার ওপর ভিত্তি করে।

রোহিঙ্গাদের দুর্দশা (ছবি-টুইটার)

৩রা নভেম্বর পুরস্কৃতদের নাম ঘোষণা করা হবে। মালয়েশিয়ার এই ছবি পুরস্কার পাবে কি না, উৎসব চলাকালীন বিচারকমণ্ডলী তা যাচাই করবেন। তবে চূড়ান্ত পর্যায়ে পুরস্কার পাক বা না পাক তবুও প্রতিযোগিতার মূল বিভাগে জায়গা করে নেওয়া হচ্ছে বড় এক সাফল্য এবং সেই সাফল্যের মধ্য দিয়ে রোহিঙ্গা শরণার্থীদের দুর্দশার বিষয়টি নিশ্চিতভাবেই আরও উঠে আসবে।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here