অঞ্জন চট্টোপাধ্যায়, স্পোর্টস ডেস্কঃ
করোনা পরবর্তী সময়ে দেশের মাটিতে প্রথম আন্তর্জাতিক ক্রিকেট খেলতে নামছে কোহলি অ্যান্ড কোং। স্বাভাবিকভাবেই ইংল্যান্ডের ভারত সফর ঘিরে বাড়তি সতর্ক ভারতীয় ক্রিকেট বোর্ড। গত বুধবার ও বৃহস্পতিবারই জৈব সুরক্ষা বলয়ে প্রবেশ করেছে ভারতীয় দলের ক্রিকেটাররা৷ প্রথম পর্বের আরটি-পিসিআর টেস্ট হয়েছিল বৃহস্পতিবার। প্রথম রাউন্ডের করোনা পরীক্ষায় উত্তীর্ণ হয়েছেন ভারতীয় ক্রিকেটাররা৷ পরে আরও দু’টি কোভিড টেস্টে পাশ করেছেন ক্রিকেটাররা৷ সুতরাং মঙ্গলবার থেকে চিপকে নামার ছাড়পত্র পেলেন বিরাটরা৷
আরও পড়ুনঃ বাজেট অধিবেশনে টিম ইন্ডিয়াকে অস্ট্রেলিয়া জয়ের অভিনন্দন অর্থমন্ত্রীর
এদিকে শুক্রবার ভারতের মাটিতে চেন্নাইয়ে শুরু হচ্ছে ভারত ও ইংল্যান্ড টেস্ট সিরিজ। করোনা ভাইরাসের আবহে হাই-ভোল্টেজ এই মোকাবিলা আয়োজন করা যে কতটা চাপের, তা তবু দক্ষতার সঙ্গে এ লড়াই চালিয়ে যাচ্ছে বিসিসিআই। করোনা হারিয়ে সিরিজ করা একটা বড় চ্যালেঞ্জ বিসিসিআই কর্তাদের কাছে।
ইংল্যান্ড দল কোভিড পরীক্ষা করলো দলের প্রত্যেক ক্রিকেটারেরই তিনটি করোনা পরীক্ষার ফলই নেগেটিভ এসেছে। এরফলে তারা বায়ো বলয়ে প্রবেশ করে অনুশীলন করতে পারবে আগামীকাল থেকে।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584