বাতিল অস্ট্রেলিয়া দক্ষিণ আফ্রিকা সিরিজ, টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালে ভারত ও নিউজিল্যান্ড

0
102

অঞ্জন চট্টোপাধ্যায়, স্পোর্টস ডেস্কঃ

ফের খারাপ খবর ক্রিকেট অস্ট্রেলিয়ার কাছে, ঘরের মাঠে ভারতের কাছে সিরিজ হারের যন্ত্রনা এখনও শুকোয় নি। পেইনদের লক্ষ্য ছিল, দক্ষিণ আফ্রিকার সফরে সেই যন্ত্রনা থেকে মুক্তি পথ খুঁজে বের করা। তা আর হচ্ছে না। করোনার দ্বিতীয় পর্যায় গভীর থাবা বসাতে শুরু করেছে দক্ষিণ আফ্রিকায়। করোনা সংক্রমণ শুরু হয়েছে নতুন করে। তাই দক্ষিণ আফ্রিকা সফর বাতিল করে দিল ক্রিকেট অস্ট্রেলিয়া।

Australia cricket team | newsfront.co

এই সফর বাতিল হওয়ার ফলে অস্ট্রেলিয়ার বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে পৌঁছনো নিয়ে তৈরি হল আশঙ্কা। লিগ টেবিলে একে ভারত, দুইয়ে নিউজিল্যান্ড। বিরাটদের পয়েন্ট ৪৩০, উইলিয়ামলনদের ৪২০। অস্ট্রেলিয়ার পয়েন্ট ৩৩২। দক্ষিণ আফ্রিকা সফর না হওয়ায় কিউয়িদের সঙ্গে পয়েন্টের ফারাক কমানোর কোনও সম্ভবনা আপাতত রইল না। এরফলে ভারত ও নিউজিল্যান্ড খেলবে বিশ্ব চ্যাম্পিয়নশিপ ফাইনালে।

আরও পড়ুনঃ তোমার অনুপস্থিতি আমাকে কাঁদায়, বাবার উদ্দেশ্যে হার্দিক

 

IND vs Newzealand | newsfront.co

দক্ষিণ আফ্রিকার ঘরের মাঠে ৩ টেস্টের সিরিজ খেলার কথা ছিল অস্ট্রেলিয়ার। মঙ্গলবার ক্রিকেট অস্ট্রেলিয়ার এক্সিকিউটিভ নিক হকলি জানিয়েছেন, এই মুহূর্তে দক্ষিণ আফ্রিকা যাওয়ার ক্ষেত্রে বেশ ঝুঁকি রয়েছে। ক্রিকেটারদের কথা ভেবে সেটা সিএ কোনও ভাবেই নিতে চায় না। তাই বাতিল করতে হল সফর।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here