ওয়েব ডেস্ক, নিউজ ফ্রন্টঃ
কাবুল তালিবানদের দখলে চলে যাওয়ার পর থেকেই আফগানিস্তান ছেড়ে পালাচ্ছেন হাজার হাজার সাধারণ মানুষ। এই পরিস্থিতিতে আফগানিস্তান থেকে যারা ভারতে আসতে চান তাঁদের জন্য আপৎকালীন ই-ভিসা চালু করল নয়াদিল্লি।

ইতিমধ্যেই গনি মন্ত্রিসভার অনেক সদস্যও চলে এসেছেন ভারতে। অসামরিক বিমান পরিষেবা বন্ধ হওয়ার আগে আরও বেশ কিছু নাগরিকও ভারতে চলে এসেছেন। এখনও অনেক আফগান নাগরিক নিরাপদ আশ্রয়ের সন্ধানে এ দেশে চলে আসতে চাইছেন। এইসব কারণে আফগানদের জন্য বিশেষ আফগানিস্তান সেলও তৈরি করা হয়েছে, কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের তরফে টুইট করে এ কথা জানানো হয়েছে।
আরও পড়ুনঃ শুধুই আল কায়দার বিরুদ্ধে লড়তে গিয়েছিল আমেরিকা, সেনা প্রত্যাহারের সঠিক সময়ঃ বাইডেন
স্বরাষ্ট্র মন্ত্রকের এই টুইটে বলা হয়েছে, ‘আফগানিস্তানের বর্তমান পরিস্থিতিতে যাতে জরুরি ভিত্তিতে ভিসা পাওয়া যায় সেই ব্যবস্থা করেছে কেন্দ্র। এই ভিসার নাম ই-ইমারজেন্সি-এক্স-মিসেলেনিয়াস-ভিসা (e-Emergency X-Misc Visa)। এই ভিসার আবেদন করলে দ্রুত পাওয়া যাবে ভারতে আসার ভিসা।’
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584