করোনা আতঙ্ক, ভারত-বাংলাদেশ সীমান্তে সতর্কতা

0
28

তপন চক্রবর্তী, উত্তর দিনাজপুরঃ

করোনা ভাইরাস সম্পর্কে সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে কেন্দ্রীয় সরকারের নির্দেশিকা অনুসারে উত্তর দিনাজপুর জেলার কালিয়াগঞ্জ ব্লকের রাধিকাপুর সীমান্তে ভারত ও বাংলাদেশের মধ্যে যাত্রী আসা যাওয়া বন্ধ করে দেওয়া হয়েছে।

India Bangladesh border | newsfront.co
নিজস্ব চিত্র

আগামী ১৫ ই এপ্রিল পর্যন্ত এই নিষেধাজ্ঞা বলবৎ থাকবে। তবে, এই সময়ের মধ্যে যাদের ভিসা শেষ হচ্ছে তারাই একমাত্র যাতায়াত করতে পারবেন। রাধিকাপুরের বাসিন্দা সুবীর কুমার দাস জানান, করোনা ভাইরাসের জেরে ইমিগ্রেশন চেকপোস্ট বন্ধ করে দেওয়া দেশের পক্ষে ভালো হয়েছে।

আরও পড়ুনঃ করোনা আক্রান্ত সন্দেহে জাপান ফেরত যুবককে ভর্তি করা হল মেডিকেলে

যেহেতু এই ভাইরাস বাইরের দেশ থেকে ছড়িয়েছে তাই কেন্দ্রীয় সরকার সবরকম চেষ্টা করছে দেশবাসীর মঙ্গলের জন্য। তাই এই সিদ্ধান্তে তারা খুবই খুশি। সীমান্ত সিল হওয়ায় রাধিকাপুরের বাসিন্দারাও ভীষণ খুশি।

তিনি জানান, এই নিষেধাজ্ঞা চলাকালীন ভিসার মেয়াদ ফুরানো যে সমস্ত যাত্রী বাংলাদেশ থেকে এদেশে আসবেন তাদের জন্য শারীরিক পরীক্ষার ব্যবস্থা করা হয়েছে। বিদেশমন্ত্রক ভিসা বাতিলের সিদ্ধান্ত নেওয়ায় ভারত-বাংলাদেশ সীমান্তের রাধিকাপুরে প্রতিবেশী রাষ্ট্রের বাসিন্দাদের ভিড় উপচে পড়ছে।

কেন্দ্রীয় সরকারের নির্দেশে স্পষ্ট করে দেওয়া হয়েছে। শুক্রবার সন্ধ্যা থেকে নতুন করে ভিসা নিয়ে কেউ ভারতে প্রবেশ করতে পারবেন না। এদিকে করোনা ভাইরাস নিয়ে যখন গোটা বিশ্ব আতঙ্কিত সেই সময় উত্তর দিনাজপুর জেলার একমাত্র আন্তর্জাতিক ইমিগ্রেশন চেক পোস্ট রাধিকাপুর জেলা স্বাস্থ্য দপ্তরের তৎপরতায় চলছে জোরদার নজরদারী।

সম্প্রতি কালিয়াগঞ্জ স্টেট জেনারেল হাসপাতালের সুপার ডক্টর প্রকাশ রায়, কালিয়াগঞ্জের বি এম ও এইচ সন্দীপ বাগের নেতৃত্বে রাধিকাপুর ইমিগ্রেশন চেকপোস্টে নজরদারীর ব্যবস্থা করা হয়।

এদিকে রাধিকাপুর দিয়ে প্রতিদিন বাংলাদেশ যাতায়াত করেন অন্তত ৫০ থেকে ৬০ জন। এরমধ্যে কেউ করোনা আক্রান্ত কিনা, এতদিন তা নিয়ে স্বাস্থ্য দপ্তরে কোন নজরদারী ছিলনা।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here