অঞ্জন চট্টোপাধ্যায়, স্পোর্টস ডেস্কঃ
ওয়ান-ডে সিরিজের ব্যর্থতা কাটিয়ে টি-২০ সিরিজে দারুণ শুরু ভারতের। ক্যানবেরায় টিম ইন্ডিয়া জয় পেল ১১ রানে। এদিন ব্যাট হাতে ৪৪ রানের অপরাজিত ইনিংস খেললেন জাদেজা, ৫১ করলেন রাহুল, বল হাতে ৪ ওভারে ২৫ রান দিয়ে ৩ উইকেট নেন চাহাল ও অভিষেক হওয়া টি-নটরাজন ৪ ওভারে ৩০ রান দিয়ে ৩ উইকেট নেন।
ক্যানবেরার মানুকা ওভালে টস জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেন অস্ট্রেলিয়ার অধিনায়ক অ্যারন ফিঞ্চ। অজি বোলারদের দাপটে নিয়মিত ব্যবধানে উইকেট হারাতে থাকে ভারত।
সঞ্জু স্যামসন শুরুটা ভাল করেও ১৪ বলে ২৩ করে আউট হন। তবে একদিকে লড়াই চালাচ্ছিলেন কে এল রাহুল। তবে ৫০ করার পরে প্যাভিলিয়ননে ফেরেন রাহুলও। ৪০ বলে ৫১ রান করেন তিনি। ওয়ানডে সিরিজে দুরন্ত ফর্মে থাকা হার্দিক পান্ডিয়া এদিন ১৬ বলে ১৬ করে আউট হন।
আরও পড়ুনঃ ২০২২ এশিয়া কাপ পাকিস্তানে হবে দাবি পিসিবির
এই কঠিন পরিস্থিতিতে আসল কাজটা করলেন রবীন্দ্র জাদেজা। ২৩ বলে ৫টি বাউন্ডারি ও ১টি ওভারবাউন্ডারির সাহায্যে ৪৪ রানে অপরাজিত থাকেন তিনি। অস্ট্রেলিয়ার বোলারদের মধ্যে সবথেকে ভাল বল করেন মোয়েস হেনরিকস। ৪ ওভারে ২২ রান দিয়ে ৩ উইকেট নেন তিনি।
আরও পড়ুনঃ এবার বিরাটের প্রশংসা গম্ভীরের
জবাবে রান তাড়া করতে নেমে ২০ ওভারে ১৫০/৭ করে অস্ট্রেলিয়া। ব্যাট করার সময় চোট পাওয়ায় আর বল করতে নামেননি জাদেজা। তার জায়গায় কনকাশন সাব নিয়মে বল করতে নামেন যুজবেন্দ্র চাহাল। আর দুরন্ত বল করে ৪ ওভারে মাত্র ২৫ রান দিয়ে ৩ উইকেট তুলে নেন তিনি।
ওয়ানডে অভিষেকে ২ উইকেট পাওয়া টি-নটরাজন তার টি-২০ অভিষেককেও স্মরণীয় করে রাখলেন। ৪ ওভারে ৩০ রান দিয়ে ৩ উইকেট নেন এই পেসার। ৪ ওভারে ২৯ রান দিয়ে ১ উইকেট নেন দীপক চাহার। অস্ট্রেলিয়ার ব্যাটসম্যানদের মধ্যে সর্বোচ্চ ৩৫ রান করেন অধিনায়ক অ্যারন ফিঞ্চ।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584