ওয়েব ডেস্ক, নিউজ ফ্রন্টঃ
নিম্নমুখী কোভিড গ্রাফ! স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রকের দেওয়া পরিসংখ্যান অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় দেশে ৩০ হাজার ২৫৬ জন করোনা আক্রান্ত হয়েছেন। আপাতত দেশে মোট করোনা আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ৩ কোটি ৩৪ লক্ষ ৭৮ হাজার ৪১৯ জন।
স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রকের দেওয়া পরিসংখ্যান অনুযায়ী, আপাতত মৃতের সংখ্যা ৪ লক্ষ ৪৫ হাজার ১৩৩ জন। এর মধ্যে গত ২৪ ঘণ্টায় মৃত্যু হয়েছে ২৯৫ জনের। গত ২৪ ঘণ্টায় দেশে করোনামুক্ত হয়েছেন ৪৩ হাজার ৯৩৮ জন।
Of 30,256 new COVID19 cases and 295 deaths in the last 24 hours in India, Kerala recorded 19,653 infections and 152 deaths
— ANI (@ANI) September 20, 2021
যার ফলে দেশের মোট অ্যাকটিভ কেস দাঁড়াল ৩ লক্ষ ১৮ হাজার ১৮১ জন। এ পর্যন্ত দেশে সুস্থতার সংখ্যা ৩ কোটি ২৭ লক্ষ ১৫ হাজার ১০৫ জন। সারা দেশে মোট টিকাকরণ হয়েছে ৮০ কোটি ৮৫ লক্ষ ৬৮ হাজার ১৪৪ জনের।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584