ওয়েব ডেস্ক, নিউজ ফ্রন্টঃ
সর্বনিম্ন অ্যাকটিভ কেস! স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রকের দেওয়া পরিসংখ্যান অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় দেশে ১০ হাজার ৪২৩ জন করোনা আক্রান্ত হয়েছেন। গত ২৪ ঘণ্টায় করোনার নমুনা পরীক্ষা হয়েছে ১০ লক্ষ ০৯ হাজার ০৪৫। আপাতত দেশে মোট করোনা আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ৩ কোটি ৪২ লক্ষ ৯৬ হাজার ২৩৭ জন।
স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রকের দেওয়া পরিসংখ্যান অনুযায়ী, আপাতত মৃতের সংখ্যা ৪ লক্ষ ৫৮ হাজার ৮৮০ জন। এর মধ্যে গত ২৪ ঘণ্টায় মৃত্যু হয়েছে ৪৪৩ জনের। গত ২৪ ঘণ্টায় দেশে করোনামুক্ত হয়েছেন ১৫ হাজার ০২১ জন।
India reports 10,423 #COVID19 cases, 15,021 recoveries and 443 deaths in last 24 hours as per the Union Health Ministry
Case tally: 3,42,96,237
Active cases: 1,53,776 (lowest in 250 days)
Total recoveries: 3,36,83,581
Death toll: 4,58,880Total Vaccination: 1,06,85,71,879 pic.twitter.com/o0GaCTvtWI
— ANI (@ANI) November 2, 2021
যার ফলে দেশের মোট অ্যাকটিভ কেস দাঁড়াল ১ লক্ষ ৫৩ হাজার ৭৭৬ জন। এ পর্যন্ত দেশে সুস্থতার সংখ্যা ৩ কোটি ৩৬ লক্ষ ৮৩ হাজার ৫৮১ জন। সারা দেশে মোট টিকাকরণ হয়েছে ১০৬ কোটি ৮৫ লক্ষ ৭১ হাজার ৮৭৯ জনের।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584