ওয়েব ডেস্ক, নিউজ ফ্রন্টঃ
ফের নিম্নমুখী দেশে দৈনিক সংক্রমণ। স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রকের দেওয়া পরিসংখ্যান অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় দেশে ৩৮ হাজার ৯৪৯ জন করোনা আক্রান্ত হয়েছেন। আপাতত দেশে মোট করোনা আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ৩ কোটি ১০ লক্ষ ২৬ হাজার ৮২৯ জন।
স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রকের দেওয়া পরিসংখ্যান অনুযায়ী, আপাতত মৃতের সংখ্যা ৪ লক্ষ ১২ হাজার ৫৩১ জন। এর মধ্যে গত ২৪ ঘণ্টায় মৃত্যু হয়েছে ৫৪২ জনের। গত ২৪ ঘণ্টায় দেশে করোনামুক্ত হয়েছেন ৪০ হাজার ০২৬ জন।
Recovery rate increases to 97.28%. Active cases constitute 1.39% of total cases. Weekly positivity rate remains below 5%, currently at 2.14%. Daily positivity rate at 1.99%, less than 3% for 25 consecutive days. Testing capacity ramped up, 44.00cr total conducted: Health Ministry
— ANI (@ANI) July 16, 2021
পজিটিভিটি রেট ২.১৪ শতাংশ, সাপ্তাহিক রেট ৫ শতাংশের নীচে। যার ফলে দেশের মোট অ্যাকটিভ কেস দাঁড়াল ৪ লক্ষ ৩০ হাজার ৪২২ জন। দেশে সুস্থতার হার বেড়ে ৯৭.২৮ শতাংশ। এ পর্যন্ত দেশে সুস্থতার সংখ্যা ৩ কোটি ০১ লক্ষ ৮৩ হাজার ৮৭৬ জন। একদিনে টিকা দেওয়া হয়েছে ৩৮ লক্ষ ৭৮ হাজার ০৭৮ জনকে। সারা দেশে মোট টিকাকরণ হয়েছে ৩৯ কোটি ৫৩ লক্ষ ৪৩ হাজার ৭৬৭ জনের।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584