একদিনে আক্রান্ত ১ লক্ষ ৩০ হাজারের বেশি, নাইট কারফিউ সপ্তাহান্তে লকডাউন একাধিক রাজ্যে

0
83

নিজস্ব সংবাদদাতা, ওয়েব ডেস্কঃ

দেশে করোনা আক্রান্তের সংখ্যা পর পর তিন দিন ১ লক্ষ ছাড়িয়ে গেল। বুধবার দৈনিক সংক্রমণ ছিল, ১.১৫ লক্ষ, বৃহস্পতিবার ১.২৬ লক্ষ আর আজ শুক্রবার আক্রান্ত হলেন ১ লক্ষ ৩১ হাজার ৯৬৮ জন। গত ২৪ ঘণ্টায় মৃত্যু ৭৮০ জনের। দেশের সক্রিয় করোনা রোগীর সংখ্যা ৯ লক্ষ ৭৯ হাজার ছাড়িয়ে গিয়েছে।

covid19 | newsfront.co
প্রতীকী চিত্ৰ

মহারাষ্ট্রে নতুন করে একদিনে আক্রান্ত ৫৬ হাজার ২৮৬ জন। গত ২৪ ঘণ্টায় মৃত্যু হয়েছে ৩৭৬ জনের মৃত্যু হয়েছে মহারাষ্ট্রে। দিল্লিতে একদিনে আক্রান্ত ৭৫০০ জনের বেশি। এছাড়া সব রাজ্যেই করোনা পরিস্থিতি উদ্বেগজনক।

আরও পড়ুনঃ উত্তরোত্তর বাড়ছে করোনা সংক্রমণ, সরকারি অফিসে হাজিরা কমিয়ে ৫০ শতাংশ

করোনা সংক্রমণ প্রতিরোধে নাইট কার্ফু ও টিকাকরণে জোর দিয়েছেন প্রধানমন্ত্রী। কর্নাটকে বেঙ্গালুরু এবং আর ৬টি শহরে জারি হল নাইট কার্ফু, ২০ এপ্রিল পর্যন্ত রাত ১০টা থেকে শুরু করে ভোর ৫টা অবধি চলবে এই কার্ফু। নয়ডাতেও জারি হয়েছে লকডাউন। মধ্যপ্রদেশে শুক্রবার সন্ধে ছটা থেকে সোমবার সকাল ৬টা পর্যন্ত সপ্তাহান্তে লকডাউন ঘোষণা করেছে। মহারাষ্ট্রে নাইট কার্ফু ছিলই তার সঙ্গে আজ, শুক্রবার থেকে শুরু হবে সপ্তাহান্তের লকডাউন।

গত ২৪ ঘণ্টায় টিকা দেওয়া হয়েছে ৪১ লক্ষ ৩৫ হাজার মানুষকে। এখনও অবধি দেশে মোট টিকার ডোজ দেওয়া হয়েছে ৯ কোটি ৪৩ লক্ষ ৩৪ হাজার ২৬২।চার রাজ্য ও এক কেন্দ্র শাসিত অঞ্চলে নির্বাচন চলছে, সেখানে রাজনৈতিক মিটিং মিছিলে করোনাবিধি মানার কোনো লক্ষণ দেখা যায়নি।

আরও পড়ুনঃ করোনা সংক্রমণ রুখতে শুক্রবার থেকে ৬০ ঘন্টার লকডাউন জারি, ঘোষণা মুখ্যমন্ত্রীর

জনসভা, বিয়েবাড়ির মতো অনুষ্ঠানগুলি থেকে বেশি ছড়াচ্ছে করোনা, একথা কেন্দ্রও বলছে। এই পরিস্থিতিতে টিকা নেওয়া, মাস্ক পরা ও সামাজিক দুরত্ববিধি মেনে চলার পাশাপাশি অন্যান্য সব করোনা বিধি কঠোরভাবে মেনে চলার পরামর্শ দিয়েছেন বিশেষজ্ঞরা।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here