কবির হোসেন, স্পোর্টস ডেস্কঃ
প্রথম টি-টোয়েন্টি সিরিজ ওয়েস্ট ইন্ডিজকে ৬৮ হারিয়ে দিলো ভারত। ব্রায়েন লারা ক্রিকেট স্টেডিয়ামে প্রথমে ব্যাট করতে নেমে অধিনায়ক রোহিত শর্মা ৬৪ ও শেষ দিকে দীনেশ কার্তিকের ঝড়ো ১৯ বলে ৪১ রানের সুবাদে ভারত নির্ধারিত কুড়ি ওভারে ছয় উইকেটে ১৯০ রান তোলে। জবাবে ব্যাট করতে নেমে ওয়েস্ট ইন্ডিজ নির্ধারিত কুড়ি ওভারে ১২২ রান তুলতে সক্ষম হয় ।
ওয়েস্ট ইন্ডিজের হয়ে সমরাহ ব্রোকস কুড়ি ও অধিনায়ক নিকোলাস পুরান ১৮ রান করেন ভারতীয় বোলারদের মধ্যে অর্শদীপ সিং ,রবিচন্দ্রন আশ্বিন ও রবি বিশ্নোই দুটি করে উইকেট নেয়। পাঁচ মাস সিরিজে ভারত এক শূন্য ম্যাচে এগিয়ে গেল। দ্বিতীয় ম্যাচ ১ আগস্ট অনুষ্ঠিত হবে এদিনের ম্যাচে ম্যান অব দ্যা ম্যাচ দীনেশ কার্তিক নির্বাচিত হন। ভারতের অধিনায় রহিত শর্মা এ দিন t20 ক্রিকেটে সর্বোচ্চ রানের অধিকারী হন তিনি মার্টিন গাফটিলের রেকর্ড ভেঙে দেন।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584