সংবাদমাধ্যমের স্বাধীনতা আরও নিম্নগামী ভারতে

0
55

নিজস্ব সংবাদদাতা, ওয়েব ডেস্কঃ

আবারও মুখ পুড়লো ভারতের, আরএসএফ-এর বার্ষিক রিপোর্ট অনুযায়ী মোদী সরকারের শাসনকালে চলতি বছরে বিশ্বে সংবাদ মাধ্যমের স্বাধীনতার নিরিখে ভারতের অবস্থান নেমে দাঁড়ালো ১৪২, গত বছর যা ছিল ১৪০।

press | newsfront.co

সংবাদমাধ্যমের কন্ঠরোধ মোদী সরকারের আমলে বেড়েছে, বলছে আরএসএফ-এর বার্ষিক রিপোর্ট। ভারতের অবস্থান নেমে গেল আরও দুই ধাপ।

আরও পড়ুনঃ ১৫ বছরের রেকর্ড ভাঙল দিল্লির তাপমাত্রা

যদিও রিপোর্টের তথ্য অনুসারে, সুনির্দিষ্ট ভাবে সাংবাদিক হত্যার কোনো অভিযোগ ২০১৯ সালে নথিভুক্ত হয়নি, ২০১৮-তে সাংবাদিক হত্যার সুনির্দিষ্ট অভিযোগ ছিল ৬ টি। আপাতদৃষ্টিতে এই প্রসঙ্গে মনে হতে পারে যে পরিস্থিতির উন্নতি ঘটেছে কিন্তু বিষয়টি গভীরে একটু ভিন্নই। বেশ কিছু সাংবাদিকের অস্বাভাবিক মৃত্যু হলেও তা খুনের ঘটনা বলে সুনির্দিষ্ট কোন অভিযোগ নথিভুক্ত হয়নি।

তবে, বর্তমান কেন্দ্র সরকারের শাসনাধীনে সংবাদমাধ্যমের স্বাধীনতা হরণ করা হয়েছে ব্যাপকভাবে, এমনটাই জানাচ্ছে আরএসএফের বার্ষিক রিপোর্ট। কখনও সাংবাদিকদের ওপর পুলিশি নির্যাতন নেমে এসেছে তাঁদের ওপর, কখনো নিগৃহীত হয়েছেন রাজনৈতিক কর্মীদের দ্বারা আবার কখনো বা দুর্নীতিগ্রস্ত স্থানীয় নেতা বা গুন্ডাদের আক্রমনের মুখে পড়তে হয়েছে সাংবাদিকদের।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here