ICC Test Ranking: আফ্রিকার বিপক্ষে টেস্ট সিরিজে হেরে ক্রমতালিকায় পিছিয়ে পড়ল ভারতীয় দল

0
46

শরীয়তুল্লাহ সোহন, ওয়েব ডেস্কঃ

দক্ষিণ আফ্রিকার মাটিতে সদ্যই শেষ হওয়া টেস্ট সিরিজে ২-১ ব্যবধানে টেস্ট সিরিজ হেরেছে ভারতীয় দল। উক্ত সিরিজ শেষে সাদা পোশাকের অধিনায়কত্ব পদ ছেড়ে দিয়েছেন বিরাট কোহলি। সিরিজ হারের কারণে আইসিসির টেস্ট র‍্যাংকিংয়ে তৃতীয় স্থানে নেমে গেল ভারতীয় দল। অপরদিকে ৪-০ ব্যবধানে ইংল্যান্ডের বিপক্ষে অ্যাশেজ সিরিজ জিতে টেস্টে প্রথম স্থানে উঠে এসেছে প্যাট কামিন্সের অজি দল। তালিকায় দ্বিতীয় স্থানে আছে কেন উইলিয়ামসনের নিউজিল্যান্ড।

India drop in ICC ranking

আফ্রিকার মাটিতে সেঞ্চুরিয়নে প্রথম টেস্ট জয়ের পর জোহানেসবার্গ ও কেপটাউনে হারতে হয় বিরাট কোহলিদের। তার প্রভাব পুরোপুরি পড়েছে পয়েন্ট তালিকায়। ভারতের রেটিং পয়েন্ট কমে গেছে। অন্যদিকে চারটি টেস্ট জিতে অস্ট্রেলিয়ার পয়েন্ট বেড়ে হয়েছে ১১৯। ফলে ভারত ও নিউজিল্যান্ডকে তারা টপকে গেছে। সদ্যই বাংলাদেশের বিপক্ষে ১-১ ব্যবধানে টেস্ট সিরিজ শেষ করার পরে নিউজিল্যান্ডের পয়েন্ট হয়েছে ১১৭।

আরও পড়ুনঃ নতুন কোচের হাতে জয়ে ফিরলো ইস্টবেঙ্গল

অন্যদিকে, অস্ট্রেলিয়ার মাটিতে ৪-০ ব্যবধানে অ্যাশেজে ধবলধোলাই হওয়ার পরেও তালিকায় চার নম্বর স্থান ধরে রেখেছে ইংল্যান্ড। এই সিরিজ জয়ের সুফল পেয়েছে দক্ষিণ আফ্রিকা দল। তারা ১০১ পয়েন্ট পেয়ে ছয় নম্বর স্থান থেকে পাকিস্তানকে সরিয়ে পাঁচ নম্বর স্থানে উঠে এসেছে। ছয় নম্বরে আছে পাকিস্তান। বাবর আজমদের পয়েন্ট বর্তমানে ৯৩। তালিকায় পরের দেশগুলো হলো যথাক্রমে শ্রীলঙ্কা, ওয়েস্ট ইন্ডিজ, বাংলাদেশ, জিম্বাবুয়ে, আফগানিস্তান ও আয়ারল্যান্ড।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here