বাতিল হওয়া ইংল্যান্ড ও ভারতের শেষ টেস্ট ম্যাচ আগামী বছর জুলাইয়ে

0
64

শরীয়তুল্লাহ সোহন, ওয়েব ডেস্কঃ

চলতি বছরের সেপ্টেম্বর মাসে পাঁচ ম্যাচের টেস্ট সিরিজ খেলতে ব্রিটিশ ভূমিতে পা রেখেছিলেন কোহলি বাহিনী। পাঁচ ম্যাচের টেস্ট সিরিজের চারটি ম্যাচ নির্বিঘ্নেই সম্পন্ন হয়েছিল। কিন্তু শেষ ম্যাচ মাঠে গড়ানোর কয়েক ঘন্টা… ভারতীয় ড্রেসিং রুমে প্লেয়ার সহ কয়েকজন কোচিং স্টাফের করোনা পজিটিভ হওয়ায় ম্যাচটি বাতিল হয়ে যায়। যা নিয়ে জোর চর্চা হয় বিশ্ব ক্রিকেট মহলে। ইংল্যান্ড ক্রিকেট বোর্ডও ম্যাচটি সম্পন্ন না হওয়ায় অসন্তোষ প্রকাশ করেন।

India England fifth test
ছবিঃ সংগৃহীত

উক্ত টেস্ট সিরিজে ভারতীয় দলের পারফরম্যান্স ছিল দূর্দান্ত। ব্যাটে, বলে উভয় দিক থেকে তুলনামূলকভাবে ইংরেজদের থেকে এগিয়ে ছিল ভারতীয় দল। কোহলির নেতৃত্বে ভারতীয় দল আগুন ঝরা পারফরম্যান্স এর মাধ্যমে সিরিজে ২-১ ব্যাবধানে এগিয়ে যায়। যা বিগত ১৪ বছর পর ইংল্যান্ড সফরে ঘটেছে এবং এতদিন যাবৎ চতুর্থ বার এমন ঘটনা ঘটেছে। তাই ম্যাচ বাতিল হওয়ায় ভারতীয় দল যতটা উচ্ছ্বসিত হয়েছিল, ইংল্যান্ড দল ততটাই ভিতর থেকে ক্ষোভে ফুঁসছিল। কারণ ম্যাচ বাতিল মানে তারা ২-১ ব্যবধানে ভারতের কাছে সিরিজ হেরে বসবে। তাই তারা কোনভাবেই চাইছিল না ম্যাচটি বাতিল হোক।

অবশেষে বহু বিতর্ক ও নাটকের পর অবশেষে ইসিবি এবং বিসিসিআই আলোচনায় বসে। দুই দেশের ক্রিকেট বোর্ডের যৌথ আলোচনায় সিদ্ধান্ত হয় আগামী বছর অর্থাৎ ২০২২ সালের জুলাই মাসের ১-৫ তারিখ এজবাস্টন, ম্যানচেস্টারের মাঠে ম্যাচটি অনুষ্ঠিত হবে। তাই দীর্ঘ সময় ধরে সিরিজটির ফলাফলের হিসেব ঝুলে রইল। তবে এই সফরে ভারতীয় দল এই টেস্ট ম্যাচের পাশাপাশি আরও তিনটি টি-টোয়েন্টি এবং তিনটি ওয়ানডে ম্যাচ খেলবে ব্রিটিশ বাহিনীর সাথে।

যার সূচি নিম্নরূপ:

প্রথম টি-টোয়েন্টি: ৭ জুলাই( ভেন্যু- এজিয়েস বল)
দ্বিতীয় টি-টোয়েন্টি: ৯ জুলাই (ভেন্যু-এজবাস্টন)
তৃতীয় টি-টোয়েন্টি: ১০ জুলাই (ভেন্যু-ট্রেন্ট ব্রিজ)

এছাড়াও তিনটে ওয়ানডে ম্যাচ নিম্নলিখিত তারিখে:

প্রথম ওয়ানডে: ১২ জুলাই ( ভেন্যু- ওভাল)
দ্বিতীয় ওয়ানডে: ১৪ জুলাই (ভেন্যু-লর্ডস)
তৃতীয় ওয়ানডে: ১৭ জুলাই (ভেন্যু- ওল্ড ট্রাফোর্ডে)

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here