মুনিরুল তারেক, বাংলাদেশঃ
ইদুল আযহার উপহার হিসেবে বাংলাদেশকে ১০টি রেল ইঞ্জিন (লোকোমোটিভ) দিচ্ছে ভারত। আগামী সোমবার এই উপহার হস্তান্তরের কথা রয়েছে। বাংলাদেশ রেলওয়ে মন্ত্রণালয়ের সিনিয়র তথ্য কর্মকর্তা শরিফুল আলম এ তথ্য নিশ্চিত করে গণমাধ্যমকে জানিয়েছেন, ‘আগামী ২৭ জুলাই দর্শনা-গেদে সীমান্ত দিয়ে এই ১০টি ব্রডগেজ লোকোমোটিভ বাংলাদেশকে হস্তান্তর করবে ভারত।’
ভারতের রেলমন্ত্রী পীযূষ গোয়েলের সঙ্গে ভার্চুয়াল অনুষ্ঠানে যুক্ত হয়ে বাংলাদেশের রেলমন্ত্রী নুরুল ইসলাম সুজন, পররাষ্ট্রমন্ত্রী এ কে আবদুল মোমেন এ হস্তান্তর প্রক্রিয়া সম্পন্ন করবেন বলে জানান এই কর্মকর্তা।রেলমন্ত্রী নূরুল ইসলাম সুজন বলেছেন, ইদুল আযহার আগে এ রেল ইঞ্জিনগুলো পাচ্ছি আমরা। তাই এগুলোকে ‘ইদ উপহার’ হিসেবেই দেখছি।
আরও পড়ুনঃ যোগ প্রতিযোগীতায় বাংলাদেশের ১৮ বিজয়ীকে ভারত হাই কমিশনারের পুরস্কার
মন্ত্রী জানান, ওই দিন দুপুর আড়াইটার মধ্যে আমাদের পররাষ্ট্রমন্ত্রী ও আমি নিজে এবং ভারতীয় পররাষ্ট্রমন্ত্রী ও রেলমন্ত্রী ভিডিও কনরফারেন্সের মাধ্যমে এ ইঞ্জিন উপহার অনুষ্ঠানে অংশ নেব।
রেলমন্ত্রী আরো জানান, ইঞ্জিনগুলো হস্তান্তরে ভারতীয় রেলের পক্ষ থেকে দর্শনা সীমান্তে (ওপারে গেদে সীমান্ত) আনুষ্ঠানিকতা পালন করা হবে। বাংলাদেশ রেলওয়ের ৭২ শতাংশ লোকোমোটিভের উপযোগ ইতোমধ্যে শেষ হয়ে গেছে। এ সংকট কাটাতে প্রথমবারের মত গত বছর ভারত থেকে ইঞ্জিন ভাড়া নেওয়ার উদ্যোগ নিয়েছিলো সরকার।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584