শুভশ্রী মৈত্র, ওয়েব ডেস্কঃ
সুইজারল্যান্ডের সংস্থা জানালো বায়ু দূষণের মাত্রায় ধারাবাহিকভাবে তালিকার শীর্ষে থাকছে ভারতের বিভিন্ন শহর। বিশ্বের ৩০টি সবচেয়ে বেশি দূষিত শহরের ২২টি-ই ভারতে। কিছুটা উন্নতি হয়েছে দিল্লির দূষণ মাত্রার।
পরিবেশ দূষণে শীর্ষে থাকা বিশ্বের ৩০টি শহরের মধ্যে ২২টি-ই ভারতে। যদিও সাম্প্রতিক রিপোর্টে লক্ষ্য করা গিয়েছে ২০১৯-২০২০’র তুলনায় প্রায় ১৫ শতাংশ কমেছে দিল্লির দূষণ মাত্রা। তা সত্বেও এখনও বায়ু দূষণে দিল্লি রয়েছে দশম স্থানে, আর দূষিত রাজধানী হিসেবে বিশ্বের প্ৰথম স্থান অধিকার করে আছে ভারতের রাজধানী।
সুইজারল্যান্ডের সংস্থা IQAir এর রিপোর্ট ‘ওয়ার্ল্ড এয়ার কোয়ালিটি রিপোর্ট-২০২০’ প্রকাশিত হয়েছে বুধবার। এই রিপোর্টেই উঠে এসেছে ভারতের বায়ু দূষণের পরিস্থিতি। রিপোর্ট বলছে, “ভারত ধারাবাহিকভাবে দূষণের মাত্রায় এগিয়ে রয়েছে। সারা পৃথিবীর সবথেকে বেশি দূষিত ৩০টি শহরের মধ্যে ২২টি-ই ভারতে।”
আরও পড়ুনঃ প্রশিক্ষণ চলাকালীন ভেঙে পড়ল মিগ-২১ বিমান, মৃত্যু পাইলটের
সুইস সংস্থার রিপোর্ট অনুযায়ী দিল্লি ছাড়া বাকি ২১টি শহর যথাক্রমে উত্তরপ্রদেশের গাজিয়াবাদ, ভুবনেশ্বর, বিসরাখ জালালপুর, নয়ডা, গ্রেটার নয়ডা, কানপুর, লাখনৌ, মীরাট, আগ্রা এবং মুজফ্ফরনগর; রাজস্থানের ভিওয়ারি; হরিয়ানার ফরিদাবাদ, জিন্দ, হিসার, ফতেহাবাদ,বন্ধওয়ারি, গুরুগ্রাম, যমুনা নগর, রোহতক এবং ধরুহেরা; বিহারের মুজফ্ফরপুর।
আরও পড়ুনঃ ভিত্তিহীন যৌন নিগ্রহের অভিযোগে সংগীতশিল্পী মিশা সাফির কারাদণ্ডের সাজা ঘোষণা
সুইস এই সংস্থা সারা পৃথিবীর ১০৬টি দেশের পিএম২.৫(পার্টিকুলেট ম্যাটার ২.৫) তথ্য সংগ্রহ করে তার ভিত্তিতে এই বাৎসরিক রিপোর্ট তৈরি করে। তথ্য সংগ্রহ করা হয় মূলত সরকারি ‘গ্রাউন্ড বেসড মনিটরিং স্টেশন’-গুলি থেকে।
এই রিপোর্টে উঠে এসেছে আরেকটি তথ্য, যা থেকে জানা যাচ্ছে কোভিড১৯ জনিত লকডাউনে পার্টিকুলেট দূষণের(PM2.5) কিছু আচরণগত পরিবর্তনও লক্ষ্য করা গিয়েছে।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584