ফিরে এলেও মঙ্গলবার ম্যাচ বাঁচানোর লড়াই ভারতের

0
72

অঞ্জন চট্টোপাধ্যায়, স্পোর্টস ডেস্কঃ

অস্ট্রেলিয়া থেকে সিরিজ জিতে এসেও ঘরের মাঠে ইংল্যান্ডের বিরুদ্ধে চাপে ভারত। প্রথম ইনিংসে খারাপ খেলা থেকেও দ্বিতীয় ইনিংসে ফিরে আসে টিম কোহলি ৪২০ রানের লক্ষ্যমাত্রা ভারতকে দিয়েছে ইংল্যান্ড। কিন্তু ভারতীয় ব্যাটসম্যানদের জন্য পরিস্থিতি খুবই কঠিন। হাতে ৯ উইকেট থাকলেও বল ঘুরছে। আগামীকাল শেষদিন টেস্ট ড্র করার লড়াই ভারতের।

Indian Cricket team | newsfront.co

সোমবার ম্যাচের চতুর্থদিনে গতকালের ২৫৭/৬ রান থেকে খেলা শুরু করে ভারতীয় দল। গতকালের অপরাজিত দুই ব্যাটসম্যান ওয়াশিংটন সুন্দর এবং রবিচন্দ্রন অশ্বিন শুরুটাও ভাল করেছিলেন। কিন্তু দলের ৩০৫ রানের মাথায় আউট হয়ে যান অশ্বিন (৩১)। এরপর সুন্দর বাকি ব্যাটসম্যানদের নিয়ে লড়াই চালিয়ে যান।

ইশান্ত-বুমরাহ-শাহবাজকে নিয়েই দলের রান ৩৩৭ রানে পৌঁছে দেন বাঁ-হাতি এই অলরাউন্ডার। শেষপর্যন্ত ৮৫ রানে অপরাজিত থাকেন ওয়াশিংটন।

আরও পড়ুনঃ ১০০ বছরের পুরনো রেকর্ড ভেঙে দিলেন অশ্বিন

প্রথম ইনিংসে ২৪১ রানে এগিয়ে থাকলেও বিরাটদের ফলো-অন করাননি ইংরেজ অধিনায়ক জো রুট। তার বদলে দ্বিতীয়বার ব্যাট করার সিদ্ধান্ত নেন। তবে প্রথম ইনিংসের তুলনায় দ্বিতীয় ইনিংসে ভারতীয় বোলিংয়ের সামনে উড়ে যায় ইংল্যান্ড শেষ হয় ১৭৮ রানে অশ্বিন নেন ছয় উইকেট।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here