স্পোর্টস ডেস্কঃ
চেতেশ্বর পূজারার অপরাজিত সেঞ্চুরিতে ইতিহাস রচনার ভিত্তি স্থাপন করল ভারত। সিরিজের শেষ টেস্টে সিডনিতে প্রথম দিনের শেষে ভারতের স্কোর ৪ উইকেটে ৩০৩।
টসে জিতে প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নেন ভারতীয় অধিনায়ক বিরাট কোহলি। কিন্তু দলীয় ১০ রানের মাথায় লোকেশ রাহুলের (৯) উইকেট হারায় ভারত। তারপর আর পিছন ফিরে তাকাতে হয়নি। অভিষেক টেস্টে দুর্দান্ত ব্যাটিংয়ের পর দ্বিতীয় টেস্টের প্রথম ইনিংসেও ঝকঝকে ৭৭ রান করলেন মায়াঙ্ক আগারওয়াল। কোহলি(২৩) ও রাহানে (১৮) তাড়াতাড়ি প্যাভিলিয়নে ফিরে গেলেও পূজারা ১৩০ ও হনুমা বিহারী ৩৯ রানে অপরাজিত থেকে যান। অস্ট্রেলিয়ার হয়ে হ্যাজেলউড দুটি, লিওন ও স্টার্ক একটি করে উইকেট তুলে নেন।
উল্লেখ্য, এই টেস্ট জিতলে বা ড্র করলেই ভারত অস্ট্রেলিয়া থেকে সিরিজ জয়ের নতুন ইতিহাস রচনা করবে যেহেতু ভারত ইতিমধ্যে সিরিজে ২-১ এ এগিয়ে আছে।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584