মোহনা বিশ্বাস, ওয়েব ডেস্কঃ
ভারতে করোনা সংক্রমিতের সংখ্যা ১লক্ষ ৮৫ হাজার ছাড়াল। সংক্রমণের দিক দিয়ে জার্মানিকে পিছনে ফেলে এগিয়ে গেল আমাদের দেশ। ইউরোপের ওই দেশে(জার্মানি) মোট সংক্রমিত ১ লক্ষ ৮৩ হাজার। পরিসংখ্যানের বিচারে একধাপ ওপরে উঠল ভারত। যতদিন যাচ্ছে করোনা সংক্রমণ ক্রমশ বাড়ছে। এদেশে করোনা পরিস্থিতির উন্নতি কবে হবে তা জানা নেই কারোর। বিশ্বের মোট সংক্রমিতের হিসেবে এখন অষ্টম স্থানে পদার্পণ করলো ভারত।
সূত্রের খবর, রবিবার সন্ধ্যে পর্যন্ত ভারতে মোট কোভিড-১৯ সংক্রমিত ১ লক্ষ ৮৫ হাজার ৩৯৮ জন। এই তালিকায় একেবারে শীর্ষ স্থানে রয়েছে মার্কিন যুক্তরাষ্ট্র। সে দেশে মোট সংক্রমিত ১৮ লক্ষ। দ্বিতীয় স্থানে ব্রাজিল, মোট সংক্রমিত ৫ লক্ষের বেশি। এরপরই রয়েছে রাশিয়া।
আরও পড়ুনঃ আগামীকাল থেকে পরীক্ষামূলক ভাবে ৮ জোড়া যাত্রী স্পেশাল ট্রেন চালাবে পূর্বরেল
স্বাস্থ্য মন্ত্রক সূত্রে খবর, গত ২৪ ঘণ্টায় কোভিড-১৯-এ আক্রান্ত হয়েছেন ভারতে সর্বাধিক ৮ হাজার ৩৮০ জন এবং মারা গেছেন ১৯৩ জন। এই সংখ্যা ধরলে এখনও পর্যন্ত ভারতে মোট মৃতের সংখ্যা ৫ হাজার ছাড়াল। দেশের এহেন পরিস্থিতির মধ্যেই পঞ্চম দফার লকডাউন ঘোষণা করেছে কেন্দ্র। পয়লা জুন থেকে ৩০ জুন পর্যন্ত শুধুমাত্র কনটেনমেন্ট জোনেই জারি থাকবে এই পঞ্চম দফার লকডাউন।
এবার লকডাউনের কারণে দূর্বল হয়ে পড়া দেশের অর্থনীতিকে চাঙ্গা করতে লকডাউনের মাঝেই কিছু বিধিনিষেধ শিথিল করেছে কেন্দ্র। সমস্ত দোকান খুলে দেওয়া হয়েছে। রেল, সড়ক ও বিমান পরিষেবাও শুরু হয়েছে। শপিং মল, হোটেল, রেস্তোরাঁ, ধর্মীয় স্থান ৮ জুন থেকে খুলে দেওয়া হবে। সমস্ত নিষেধাজ্ঞাই এভাবে ধাপে ধাপে তুলে দেওয়া হবে বলে জানিয়েছে স্বরাষ্ট্র মন্ত্রক। এদিকে, রবিবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি তাঁর মাসিক রেডিও অনুষ্ঠান ‘মন কি বাত’-এ জোর দেন সতর্ক থাকার বিষয়ে।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584