মোহনা বিশ্বাস, ওয়েবডেস্কঃ
করোনাভাইরাসের কবলে গোটা বিশ্ব। ভারতেও থাবা বসিয়েছে কোভিড-১৯। করোনায় সবচেয়ে ক্ষতিগ্রস্ত দেশের তালিকায় দশম স্থানে জায়গা করে নিয়েছে ভারত। গত ২৪ ঘণ্টায় দেশে করোনা আক্রান্ত হয়েছেন ৬ হাজার ৯৭৭ জন। এর ফলে দেশে করোনা আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১.৩৮ লক্ষ।

মৃতের সংখ্যা ছাড়িয়েছে ৪ হাজার। গত ২৪ ঘণ্টাতেই মারা গিয়েছেন ১৫৪ জন। করোনা মোকাবিলায় গত দু’মাস ধরে দেশজুড়ে চলছে লকডাউন। কিন্তু কিছুদিন ধরেই লকডাউনে নানা শিথিলতার ঘোষণা করেছে কেন্দ্রীয় সরকার। এরপর থেকে করোনা সংক্রমণের সংখ্যাটা আরও বেড়েছে।
আরও পড়ুনঃ ঘূর্ণিঝড় আমফানকে আয়লার থেকেও ভয়ঙ্কর আখ্যা দিল রাষ্ট্রসংঘ
করোনা সংক্রমণে সবচেয়ে ক্ষতিগ্রস্ত দেশের তালিকায় ভারতের থেকে এগিয়ে রয়েছে আমেরিকা, ব্রাজিল, রাশিয়া, ব্রিটেন, স্পেন, ইতালি, ফ্রান্স, জার্মানি। অর্থাৎ এই মুহূর্তে সবচেয়ে ক্ষতিগ্রস্ত দেশের শীর্ষ স্থানে রয়েছে আমেরিকা। আমেরিকায় আক্রান্তের সংখ্যা ১৬ লক্ষ ছাড়িয়েছে। মৃতের সংখ্যা প্রায় ১ লক্ষ। সারা বিশ্বে করোনা আক্রান্ত ৫৪ লক্ষ মানুষ। মৃতের সংখ্যা ছাড়িয়েছে ৩.৪ লক্ষ।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584