নিজস্ব প্রতিবেদন, নিউজ ফ্রন্টঃ
সুস্থায়ী উন্নয়নের তালিকায় গত বছরের তুলনায় দু’ধাপ পিছিয়ে ভারত। ভারতের থেকে এগিয়ে বাংলাদেশ, নেপাল, ভুটান, শ্রীলঙ্কা। ২০৩০-এর রাষ্ট্রপুঞ্জের সুস্থায়ী উন্নয়ন সূচকে ১১৭ নম্বরে ভারত। ১০০-র মধ্যে ৬১.৯ পেয়েছে ভারত। অপুষ্টি, শিক্ষা, লিঙ্গ সাম্য, স্বাস্থ্য, বেকারত্বের মত একাধিক ক্ষেত্রেই পিছিয়ে রয়েছে ভারত।
রাষ্ট্রপুঞ্জের ওই রিপোর্টে আরও বলা হয়েছে, ২০৩০-এর মধ্যে সুস্থায়ী উন্নয়নের লক্ষ্যে পাঁচটি ক্ষেত্রে পিছিয়ে ঝাড়খণ্ড, সাতটি ক্ষেত্রে বিহার। সবচেয়ে ভাল জায়গায় রয়েছে কেরল, হিমাচল প্রদেশ ও চণ্ডীগড়। মনে করা হচ্ছে, মোদী সরকারের অধীনেই ভারতের এই অবস্থা। সেই জায়গায় গত কয়েক বছরে বাংলাদেশ, ভুটান, নেপাল বা শ্রীলঙ্কার মত ছোট অর্থনীতির দেশও ভারতের থেকে এগিয়ে গেছে। সব মাপকাঠিতেই পিছিয়ে ভারত।
আরও পড়ুনঃ হিন্দি ইংরেজি ছাড়া বলা যাবে না অন্য কোনো ভাষা! নির্দেশ দিল্লি হাসপাতালের
রাষ্ট্রপুঞ্জের তথ্য অনুযায়ী, গত বছরের নভেম্বর পর্যন্ত ৯ লক্ষের বেশি শিশু ভয়াবহ অপুষ্টিতে ভুগেছে যা স্বীকার করেছে খোদ মোদী সরকারই। যার শীর্ষে রয়েছে যোগীরাজ্য উত্তরপ্রদেশ এবং বিহার। একই তালিকায় রয়েছে মধ্যপ্রদেশ, লাদাখ, লাক্ষাদ্বীপ, নাগাল্যান্ড। সেইসব রাজ্যের তথ্যে উঠে এসেছে শিশুদের অপুষ্টির কথা।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584