২৩-এ প্রথমবার এককভাবে বিশ্বকাপের আয়োজক ভারত

0
93

খালিদ মুজতবা,স্পোর্টস ডেস্কঃ

১২তম ক্রিকেট বিশ্বকাপ শেষ লগ্নে। লর্ডসে আজ ফাইনালে মুখোমুখি হয়েছে নিউজিল্যান্ড ও ইংল্যান্ড। এবার নতুন চ্যাম্পিয়ন পেতে চলেছে ক্রিকেটবিশ্ব।চার বছর পর ২০২৩ সালে কোথায় হবে বিশ্বকাপ সে নিয়ে শুরু হয়ে গিয়েছে দিন গোনা। আইসিসি ঘোষণা করে দিয়েছে পরবর্তী ক্রিকেট বিশ্বকাপ আয়োজক দেশের নাম।

ICC cricket world Cup | newsfront.co
ছবিঃ টুইটার

২০২৩ সালে ১৩তম ক্রিকেট বিশ্বকাপের আসর বসতে চলেছে ভারতের মাটিতে। ৯ ফেব্রুয়ারি, ২০২৩ থেকে শুরু হবে বিশ্বকাপ। ফাইনাল হবে ২৬মার্চ, ২০২৩। ২০২৩ সালের বিশ্বকাপও হবে ২০১৯ সালের মতো একই ফরম্যাটে। অর্থাৎ প্রথমে রাউন্ডে ১০ দল প্রত্যেকের মুখোমুখি হবে। আইসিসি র‌্যাঙ্কিংয়ে প্রথম সাতটি দল এবং আয়োজক ভারত সরাসরি বিশ্বকাপের মূলপর্বে খেলার ছাড়পত্র পাবে। বাকি দুটি দল হল ২০১৯ সালে ক্রিকেট ওয়ার্ল্ড কাপ কোয়ালিফায়ারের দুই ফাইনালিস্ট দল।

এই প্রথমবার এককভাবে বিশ্বকাপ ক্রিকেটের আয়োজন করবে ভারত।এর আগে তিনবার বিশ্বকাপের আসর বসেছে ভারতে। কিন্তু প্রতিবারই ভারতের সঙ্গে উপমহাদেশের কোনও না কোন দেশ আয়োজক হিসেবে ছিল। ১৯৮৭ সালে ভারত ও পাকিস্তান যুগ্মভাবে বিশ্বকাপের আয়োজন করেছিল।

আরও পড়ুনঃ জলঙ্গীতে সাম্প্রদায়িক সম্প্রীতি মহাসম্মেলনের আয়োজন

১৯৯৬ সালে ভারত-পাকিস্তান-শ্রীলঙ্কা বিশ্বকাপের আয়োজন করে। এবং ২০১১ সালে ভারত-শ্রীলঙ্কা-বাংলাদেশে বসে বিশ্বকাপের আসর। এবার এককভাবে ২০২৩ সালে বিশ্বকাপ আয়োজন করতে চলেছে ভারত।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here