অঞ্জন চট্টোপাধ্যায়, স্পোর্টস ডেস্কঃ
সিডনিতে বর্ডার-গাভাসকর সিরিজের তৃতীয় টেস্টে তৃতীয় দিনের খেলা শেষে ভারতের বিপক্ষে চালকের আসনে অস্ট্রেলিয়া। দ্বিতীয় ইনিংসে ২ উইকেটে ১০৩ নিয়ে তৃতীয় দিনের খেলা শেষ করেছে টিম পেইনের দল। ইতিমধ্যে ১৯৭ রানের লিড হয়ে গেছে অজিদের। প্রথম ইনিংসে দাপট দেখানো মার্নাস লাবুশেন ও স্টিভ স্মিথ দ্বিতীয় ইনিংসেও ভারতীয় বোলারদের বিরুদ্ধে প্রাধান্য বিস্তার করেছেন। প্রথম ইনিংসে ৯১ করা লাবুশেন দ্বিতীয় ইনিংসে ৪৭ রানে প্রথম ইনিংসে ১৩১ করা স্টিভ স্মিথ ব্যাট করছেন ২৯ রানে। ভারতের পক্ষে একটি করে উইকেট নিয়েছেন মহম্মদ সিরাজ ও রবিচন্দ্রন অশ্বিন।
এর আগে, অস্ট্রেলিয়া তাদের প্রথম ইনিংসে ৩৩৮ রানে অলআউট হয়। জবাবে ২৪৪ রানে গুটিয়ে যায় ভারত। টিম ইন্ডিয়ার হয়ে সর্বোচ্চ ৫০ রান করেন শুভমান গিল ও চেতেশ্বর পূজারা। ৬৭ বলে ৩৬ রান করেন ঋষভ পন্থ। রবীন্দ্র জাদেজা ৩৭ বলে ২৮ রানে অপরাজিত থাকেন। দুরন্ত বোলিংয়ের জন্য প্রথম ইনিংসে ৯৪ রানের লিড পায় অস্ট্রেলিয়া। মাত্র ২৯ রান দিয়ে ৪ উইকেট নেন প্যাট কামিন্স। জশ হ্যাজেলউড ২টি এবং মিচেল স্টার্ক ১টি উইকেট পান।
আরও পড়ুনঃ বিওএ কর্তাদের সংবর্ধনা
১৯৭ রানের লিড নিয়ে চতুর্থ দিন ব্যাট করতে নামবে অস্ট্রেলিয়া। তাদের কাছে লক্ষ্য থাকবে যত তাড়াতাড়ি সম্ভব স্কোরবোর্ডকে এগিয়ে নিয়ে যাওয়া যায় সেদিকেই। আর ভারতের কাছে লক্ষ্য যত কম রানে অজিদের দ্বিতীয় ইনিংসে আউট করা যায় সেদিকেই।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584