কড়া লকডাউন নিয়ে মালদহে ব্যবসায়ীদের গোষ্ঠী কোন্দল শুরু

0
53

নিজস্ব সংবাদদাতা, মালদহঃ

লকডাউনের নয়া সিদ্ধান্ত নিয়ে ব্যবসায়ীমহলে শুরু হল গোষ্ঠী কোন্দল। কিছু দোকান আংশিক সময়ের জন্য খোলা, আবার কিছু দোকান পুরোপুরি বন্ধ। মালদহ মার্চেন্ট চেম্বার অব কমার্সের এই সিদ্ধান্তের বিরোধিতা করেছে বেশ কিছু ব্যবসায়ী সংগঠন। এই সিদ্ধান্তের বিরোধিতা করে ইতিমধ্যে জেলাশাসককে তা লিখিতভাবে জানিয়েছেন মালদহ ক্লথ মার্চেন্ট অ্যাসোসিয়েশন।

shopkeepers | newsfront.co
নিজস্ব চিত্র

উল্লেখ্য, করোনার গোষ্ঠী সংক্রমণ রুখতে মালদা জেলা প্রশাসনের তরফে সোমবার মালদহ জেলা প্রশাসনিক ভবনে একটি বৈঠক ডাকা হয়েছিল। সেখানে উপস্থিত ছিলেন মালদহ জেলা শাসক, পুলিশ সুপার সহ ব্যবসায়িক মহলের প্রতিনিধিরা।

সেই মিটিং -এ সিদ্ধান্ত হয় বুধবার ৭ তারিখ থেকে জেলার ইংরেজবাজার পুরসভা ও পুরাতন মালদহ পুরসভার লকডাউন আরও কঠোরভাবে পালন করা হবে। তা শুনে অন্যান্য ব্যবসায়ীরা মালদহ মার্চেন্ট চেম্বার অব কমার্সের সম্পাদক জয়ন্ত কুন্ডু এবং উত্তম বসাকের বিরুদ্ধে সরব হন।

আরও পড়ুনঃ করোনা সংক্রমণ রুখতে ফের ঘরবন্দি

মালদহ ক্লথ মার্চেন্ট অ্যাসোসিয়েশনের যুগ্ম সম্পাদক বিভাস চক্রবর্তীর অভিযোগ, “একতরফা সিদ্ধান্ত নিচ্ছেন মালদহ মার্চেন্ট চেম্বার অফ কমার্সের সম্পাদক জয়ন্ত কুন্ডু এবং যুগ্ম সম্পাদক উত্তম বসাক। নিজেদের ডিস্ট্রিবিউশনের ব্যবসা বজায় রাখার জন্য চেম্বারের ক্ষমতার অপব্যবহার করছেন।

আরও পড়ুনঃ কাঁথিতে নিজের বাড়ির সামনে অবস্থান বিক্ষোভে শিশির, দিব্যেন্দু

অন্যান্য বাজার কমিটির সাথে কোন রকম আলোচনা করছেন না। যদি বন্ধ রাখতে হয় তাহলে সমস্ত দোকানপাট বন্ধ রাখা হোক। গোষ্ঠীসংক্রমণ ছড়াচ্ছে সমস্ত বাজারহাট থেকেই। কারণ সেখানে সবথেকে বেশি ভিড় হয়। আমরা সমস্ত সরকারি নিয়ম মেনে দোকান খুলছি এবং দোকান বন্ধ করছি।” বুধবার বিষয়টি তারা লিখিতভাবে জেলাশাসককে জানিয়েছেন। জেলাশাসক তাদের আশ্বস্ত করেছেন, বিষয়টি চিন্তাভাবনা করে দেখার।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here