কার্তারপুর করিডোরের কাজ দ্রুতগতিতে সম্পন্নের ব্যপারে ভারত-পাকিস্তানের সম্মতি

0
203

ওয়েবডেস্কঃ

পুলওয়ামা সন্ত্রাসবাদি জঙ্গি হামলার পরে চলতে থাকা ভারত-পাকিস্তান বিবাদের মধ্যে এই প্রথম দুই  দেশের মধ্যে দ্বিপাক্ষিক বৈঠক অনুষ্ঠিত হলো ভারতের আটারিতে ।

আর ইন্ডিয়া রেডিও সূত্রে জানা গেছে যে এই বৈঠক ফলপ্রসূ হয়েছে। বৈঠক শেষে বিদেশ মন্ত্রকের মুখপাত্র রবিশঙ্কর কুমার টুইট করে জানান যে কার্তারপুর করিডোরের কাজ দ্রুতগতিতে সম্পন্নের ব্যপারে ভারত-পাকিস্তানের আলোচনা অনেকটাই ফলপ্রসূ। পরবর্তী আলোচনা হবে আগামী ২রা এপ্রিল ওয়াঘায়।

আজ বৈঠকের আলোচ্য বিষয় ছিল  পাঞ্জাবের গুরুদাসপুর জেলার সঙ্গে পাকিস্তানি শহর কার্তারপুরে অবস্থিত গুরুদুয়ার দরবার সাহেবকে সংযুক্ত করার জন্য একটি করিডর স্থাপন করা ।

ভারতের  পক্ষ থেকে এই বৈঠকে প্রতিনিধিত্ব করেন কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তারা, পররাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তারা, বিএসএফ, ভারতের জাতীয় হাইওয়ে কর্তৃপক্ষ এবং পাঞ্জাব সরকারের প্রতিনিধিরা।

বৈঠকে ভারতের পক্ষ থেকে পাকিস্তানের কাছে আর্জি জানানো হয় শিখ তীর্থযাত্রীরা যাতে কোন রকম সমস্যা ছাড়াই পাকিস্তানে অবস্থিত এ গুরুদুয়ারায় তীর্থ করতে পারেন তার ব্যবস্থাপনা গ্রহণ করা।

উল্লেখ্য, গত বছরের নভেম্বরে ভারত পাকিস্তান উভয় দেশই ঐতিহাসিক গুরুদুয়ার দরবার সাহেবের  সাথে সংযোগ স্থাপনের জন্য কার্তারপুর  করিডোর স্থাপনের ব্যাপারে সহমত পোষণ করে । উল্লেখ্য এই গুরুদুয়ারা দরবার সাহেব নামক স্থানটি ছিল গুরু নানকের যাত্রাপথের বিশ্রাম স্থান ।

তবে আনন্দের  খবর ,কার্তারপুর করিডোরটি ভারতীয় শিখ  পর্যটকদের ভিসামুক্ত ভ্রমণের ব্যাপারকে সহজ করবে । তবে পাকিস্তান অঙ্গীকার করেছে আগামী নভেম্বরে গুরু নানকের ৫৫০ তম জন্মবার্ষিকীতে এই করিডোরটি সম্পূর্ণভাবে তীর্থ যাত্রার জন্য উন্মুক্ত করে দেবে ।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here