মোহনা বিশ্বাস, স্পোর্টস ডেস্কঃ
টি-২০ বিশ্বকাপে একই গ্রুপে থাকছে ভারত-পাকিস্তান। শুক্রবার এমনটাই জানিয়ে দিল আইসিসি। গ্রুপ ২-তে রয়েছে দুই চিরপ্রতিদ্বন্দ্বী।
এবছর বিশ্বকাপকে ভাঙা হয়েছে দুটি ভাগে। টুর্নামেন্টের প্রথম অর্থাৎ কোয়ালিফাইয়িং রাউন্ডে আটটি দল একে-অপরের বিরুদ্ধে খেলবে। এই দলগুলিকেও দুটি গ্রুপে ভেঙে দেওয়া হয়েছে। যেখানে প্রথম গ্রুপে রয়েছে শ্রীলঙ্কা, আয়ারল্যান্ড, নেদারল্যান্ডস এবং নামিবিয়া। গ্রুপ বি-তে রয়েছে বাংলাদেশ, স্কটল্যান্ড, পাপুয়া নিউগিনি এবং ওমান।
এই খেলাগুলি ওমান ক্রিকেট গ্রাউন্ড এবং সংযুক্ত আরব আমিরশাহীতে আয়োজিত হবে। এই রাউন্ড থেকে চারটি দল মূল টুর্নামেন্টে খেলার সুযোগ পাবে। এই চার দল এবং আইসিসি ক্রমতালিকায় প্রথম আটটি দল মিলে শুরু হবে এবারের টি-২০ বিশ্বকাপের সুপার ১২।
সুপার ১২ পর্বে ইতিমধ্যেই আটটি দল রয়েছে। যার প্রথম গ্রুপে রয়েছে অস্ট্রেলিয়া, ইংল্যান্ড, দক্ষিণ আফ্রিকা এবং ওয়েস্ট ইন্ডিজ। দ্বিতীয় গ্রুপে রয়েছে ভারত, পাকিস্তান, নিউজিল্যান্ড এবং আফগানিস্তান। সেই সঙ্গে থাকবে বাছাই পর্বের দুটি দল। ভারতীয় ক্রিকেট বোর্ডের প্রধান সৌরভ গঙ্গোপাধ্যায় বলেন, “ওমানকে বিশ্ব ক্রিকেটের মানচিত্রে আনতে পেরে খুশি। তরুণদের অনুপ্রেরণা দেবে এটা। আশা করছি দারুণ একতা প্রতিযোগিতা দেখব আমরা।”
প্রসঙ্গত, ২০২১ সালের টি-২০ বিশ্বকাপ ভারতে হওয়ার কথা থাকলেও করোনার জন্য তা সম্ভব হয়নি। বিসিসিআই আয়োজক হিসেবে থাকলেও খেলা হবে সংযুক্ত আরব আমিরশাহি এবং ওমানে।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584