নিজস্ব সংবাদদাতা,উত্তর দিনাজপুরঃ
উত্তর দিনাজপুর জেলার পাঞ্জিপাড়ার পুলিশ নিষিদ্ধপল্লীতে হানা দিয়ে চার মহিলাকে আটক করার প্রতিবাদে আজ পাঞ্জিপাড়া পুলিশ ফাড়িতে গিয়ে বিক্ষোভ দেখাল যৌন কর্মিরা।
ফাড়িতে ঢুকে আটক মহিলাদের ছিনিয়ে নেবার চেষ্টা করলে পুলিশের সাথে যৌন কর্মীদের ধাক্কাধাক্কি হয়।পুলিশ কোন ক্রমে পরিস্থিতি নিয়ন্ত্রনে আনে।আটক মহিলাদের মুক্তি দাবিতে পুলিশ ফাড়ির সামনে অবস্থানে বসছে যৌন কর্মীরা।জানা গেছে গতকাল রাতে পাঞ্জিপাড়া নিষিদ্ধপল্লীতে হানা দেয় পাঞ্জিপাড়ার ফাড়ির পুলিশ।অভিযোগ পুলিশ তিন যৌন কর্মী এবং তার এক আত্মীয়কে বিনা কারনে আটক করে।ভাঙচুর করা হয় ঘরে আসবাবপত্র।
আটক মহিলাদের মুক্তির দাবিতে নিষিদ্ধপল্লীর মহিলারা ফাড়ি থেকে আটক মহিলাদের ছিনিয়ে নিয়ে যাবার চেষ্টা করে।ফাড়ির গ্রীল খুলে ফাড়ি ভেতরে যাবার চেষ্টা চালালে ধাক্কাধাক্কি হয়।পুলিশ কোনক্রমে পরিস্থিতি সামাল দেয়।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584