অঞ্জন চট্টোপাধ্যায়, স্পোর্টস ডেস্কঃ
ইংল্যান্ডের বিরুদ্ধে মোতেরা স্টেডিয়ামে শেষ দুই টেস্টে খেলার জন্য দল ঘোষণা করল ভারত। দলে জায়গা হল না দুই পেস বোলার মহম্মদ শামি, নবদীপ সাইনির ১৭ জনের দলে।
ভারতীয় পেস বোলার উমেশ যাদবের স্বাস্থ্য পরীক্ষা করা হবে। তিনি যদি সেই পরীক্ষায় পাশ করতে পারেন তা হলে দলের সঙ্গে যুক্ত করা হবে তাঁকে। উমেশকে ১০০ শতাংশ সুস্থ অবস্থায় না পাওয়া গেলে দলে আসবেন শার্দূল ঠাকুর।
নেট বোলার হিসেবে দলে নেওয়া হয়েছে অঙ্কিত রাজপুত, আবেশ খান, সন্দীপ ওয়ারিয়র, কৃষ্ণাপ্পা গৌতম এবং সৌরভ কুমারের নাম। কে এস ভরত এবং রাহুল চহারকেও তৈরি থাকতে বলা হয়েছে। বিজয় হজারে ট্রফি খেলার জন্য ছেড়ে দেওয়া হয়েছে অভিমন্যু ইশ্বরন, প্রীয়ঙ্ক পঞ্চাল এবং শাহবাজ নাদিমকে। শোনা যাচ্ছে শামি আর সাইনিকে সীমিত ওভারের সিরিজে ব্রিটিশদের বিরুদ্ধে নামানো হবে।
আরও পড়ুনঃ তৃতীয় টেস্টে নির্বাসন হতে পারে বিরাটের
শেষ ২ টেস্টের ভারতীয় দলঃ
বিরাট কোহলি (অধিনায়ক), রোহিত শর্মা, ময়াঙ্ক আগরওয়াল, শুভমন গিল, চেতেশ্বর পূজারা, অজিঙ্ক রাহানে (সহ-অধিনায়ক), লোকেশ রাহুল, হার্দিক পাণ্ড্য, ঋষভ পন্থ (উইকেটরক্ষক), ঋদ্ধিমান সাহা (উইকেটরক্ষক), রবিচন্দ্র অশ্বিন, কুলদীপ যাদব, ওয়াসিং টন সুন্দর, ইশান্ত শর্মা, জসপ্রীত বুমরাহ, মহম্মদ সিরাজ।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584