বজরং ব‍্যায়ামাগারের উদ্যোগে মহিলা ক্রিকেট

0
102

দূর্গাপদ মাইতি, মেদিনীপুর:-

অবিভক্ত মেদিনীপুর জেলার অন্যতম প্রাচীন ক্রীড়া প্রতিষ্ঠান বজরং ব‍্যায়ামাগারের উদ্যোগে পুরুষ ও মহিলাদের তিন দিনের দিনে রাতের টি-টোয়েন্টি ক্রিকেট প্রতিযোগিতা অনুষ্ঠিত হলো মেদিনীপুর কলজে কলিজিয়েট ময়দানে।

খেলা চলেছে

শুক্রবার প্রতিযোগিতার উদ্বোধন করেন টুর্নামেন্ট কমিটির চেয়ারম্যান পীযূষ পাল। মহিলাদের বিভাগে তিনটি দল নিয়ে লীগ কাম নক আউট সিস্টেমে প্রতিযোগিতা হয়। অংশ নেয় দিল্লি ডিএসআর, শ‍্যামবাজার বেঙ্গল ও মেদিনীপুর ডিএসএ। ফাইনালে মেদিনীপুর ডিএসএ কে ১০৩ রানে হারিয়ে জয়ী হয় শ‍্যামবাজার বেঙ্গল। ফাইনালে উইমেন অব্ দ‍্য ম‍্যাচ ও উইমেন অব্ দি সিরিজ হন ভারতীয় মহিলা ক্রিকেট দলের সদস্যা, শ্যামবাজারের​ হয়ে খেলা প্রিয়াঙ্কা রায়।

ফাইনালে ট্রফির পাশাপাশি আর্থিক পুরস্কারে পুরস্কৃত করা হয়। বিজয়ী দলের অধিনায়কা নেহা ঝা’র হাতে নগদ ৩০ হাজার এবং রানার্স দলের হাতে নগদ ২০ হাজার টাকা তুলে দেওয়া হয় আয়োজক দের পক্ষ থেকে। সংবর্ধনা জানানো হয় ভারতীয় মহিলা ক্রিকেট দলের প্রাক্তন সদস্যা মিঠু মুখার্জিকে। প্রথম বার ফ্লাড লাইটে মহিলা ক্রিকেট ঘিরে দর্শকদের​ মধ্যে উৎসাহ ছিল তুঙ্গে। মেদিনীপুরের আতিথিয়তা ও খেলার মাঠের ভূয়শী প্রশংসা করেন মিঠু মুখার্জি ও প্রিয়াঙ্কা রায়।

হাজির হয়েছিলেন ভারতীয় মহিলা ক্রিকেট দলের প্রাক্তন সদস্যা মিঠু মুখার্জি

পুরস্কার বিতরণী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পীযূষ পাল, প্রসেনজিৎ সাহা, শ‍্যামল গোপ, কুন্দন গোপ , কৌশল সিং, বিশ্বনাথ তুলসীয়ান, শান্তনু চক্রবর্তী, বিশাল তুলসীয়ান প্রমুখ বিশিষ্ট ব‍্যাক্তিবর্গ। আয়োজক সংগঠনের পক্ষে কুন্দন গোপ জানান এটা তাদের সুধা তুলসীয়ান-বিন্দা দেবী- প্রণতি চক্রবর্তী মেমোরিয়াল দিন রাতের টি-টোয়েন্টি ক্রিকেট টুর্নামেন্টের সপ্তদশ(১৭)বছর। শনিবার ও রবিবার অনুষ্ঠিত হয় পুরুষ দের আট দলীয় দিন রাতের টি-টোয়েন্টি ক্রিকেট প্রতিযোগিতার। অংশ নেয় রাউরকেল্লা,আসানসোল, কলকাতা সহ অন্যান্য এলাকা থেকে আসা দল গুলি। পুরুষদের বিভাগে ফাইনালে মুখোমুখি হয় দেশবন্ধু নগর রিক্রেয়েশান ক্লাব ও স্পন্দন একাদশ । প্রথমে ব‍্যাট করে নির্ধারিত ১৫ ওভারে দেশবন্ধু নগর রিক্রেয়েশান ক্লাব ১৪৯ রান সংগ্রহ করে। জবাবে ব‍্যাট করতে নেমে নির্ধারিত ১৫ ওভারে স্পন্দন ১২৮ রান তুলতে সক্ষম হয়। দেশবন্ধু নগর ২১ রানে জিতে এই টুর্নামেন্টে চ্যাম্পিয়ন হয়। ফাইনালে ম‍্যান অব্ দ‍্য ম‍্যাচ হন দেশবন্ধু নগরের আনমোল প্রসাদ,আর ম‍্যান অব্ দ‍্য টুর্নামেন্ট হন স্পন্দনের কুন্দ শর্মা। ফাইনালে বিজয়ী ও বিজিত দলকে সুদৃশ্য ট্রফির পাশাপাশি আর্থিক পুরস্কারে পুরস্কৃত করা হয়। টুর্নামেন্ট কমিটির পক্ষে কুন্দন গোপ ও সুদীপ কুমার খাঁড়া জানান চ‍্যাম্পিয়ান দলকে ১লক্ষ টাকা এবং রানার্স আপ দলকে ৫০হাজার টাকা আর্থিক পুরস্কারে পুরস্কৃত করা হয়েছে। তাঁরা আরও জানান এই বার এই টুর্নামেন্টের খেলা গুলির যেমন বাংলা-হিন্দি-ইংরেজী ভাষায় মাঠে খেলা চলাকালীন ধারাবিবরণী দেওয়া হয়েছে তেমনি ফেসবুক, ইউটিউব ও স‍্যাটলিংক চ‍্যানেলের মাধ্যমে লাইভ সম্প্রচার হয়েছে। খেলার মাঠে এসে খেলা দেখার পাশাপাশি লাইভ ক্রিকেট সম্প্রচারে খেলার আনন্দ নিয়েছেন সুব্রত চক্রবর্তী, রিদ্ধি মুখার্জি, পিনাকী পাল ,রুদ্রন দাস, অক্ষয় গোপের মতো ক্রিকেটপ্রেমী তরুণরা। আর লাইভ সম্প্রচারের মাধ্যমে ক্রীড়া প্রেমীদের আনন্দ দিতে পেরে খুশি স‍্যাটলিংক চ‍্যানেলের কর্মশালার সুবীর সামন্ত।খেলার দিন গুলোর বিভিন্ন সময়ে ও ফাইনালে ম‍্যাচে খেলোয়াড়দের উৎসাহিত করতে মাঠে হাজির হয়েছিলেন পুরপ্রধান প্রণব বসু, কাউন্সিলর শ‍্যামল ভকত, বিদ‍্যাসাগর শিক্ষক শিক্ষণ মহাবিদ্যালয়ের অধ্যক্ষ বিশ্বজিৎ সেন, কলিজিয়েট স্কুলের​ প্রধান শিক্ষক পিন্টু সামন্ত, দীনেশ রাঠীর সহ অন্যান্য বিশিষ্ট জনেরা। আর দিনরাতের এই ক্রিকেট টুর্নামেন্টের আনন্দ নিতে প্রতিদিনই মাঠে ভীড় জমান হাজার-হাজার মানুষ।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here