শুভশ্রী মৈত্র, ওয়েব ডেস্কঃ
আফগানিস্তানের পরিবর্তিত রাজনৈতিক পরিস্থিতিতে তালিবানরা রয়েছে ক্ষমতায়। এই নতুন সত্যকে মেনে নিয়েই ১০টি দেশ বৈঠকে বসে তালিবানদের সঙ্গে, ভারতও যোগ দেয় সে বৈঠকে। তালিবান শাসকের তথ্য ও সম্প্রচার দপ্তরের মন্ত্রী ও মুখপাত্র জাবিহুল্লাহ মুজাহিদের টুইটার হ্যান্ডল থেকে জানা গিয়েছে এই তথ্য।
জাবিহুল্লাহ মুজাহিদের টুইটার হ্যান্ডল থেকে জানা গিয়েছে, ভারতীয় প্রতিনিধি দলের নেতৃত্বে ছিলেন বিদেশ মন্ত্রকের পাকিস্তান- আফগানিস্তান- ইরান বিভাগের যুগ্ম সচিব জেপি সিং এবং তালিবান প্রতিনিধি দলের নেতৃত্বে ছিলেন উপ প্রধানমন্ত্রী আব্দুল সালাম হানাফি। ভারতের পক্ষ থেকে আফগানবাসীদের সমস্ত রকম মানবিক সহায়তার আশ্বাস দেওয়া হয়েছে।
Taliban, India meet on sidelines of Moscow Format talks in Russia https://t.co/v9TPMFRqVU via @scroll_in
— Anil Thakur (@AnilThakur_) October 21, 2021
বৈঠকে দু দেশের মধ্যে কূটনৈতিক ও অর্থনৈতিক সম্পর্ক উন্নতির আশ্বাস দিয়েছে দুপক্ষই। গোপনীয়তা রক্ষার শর্তে এক ভারতীয় কেন্দ্রীয় সরকারী আধিকারিক একটি জাতীয় স্তরের সংবাদমাধ্যমকে জানিয়েছেন ভারতের পক্ষ থেকে আফগানিস্তানে গম ও অন্যান্য প্রয়োজনীয় খাদ্য শশ্য পাঠানোর চিন্তা ভাবনা চলছে।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584