করোনায় দেশের অর্থনীতির ক্ষতিপূরণ হতে লাগবে ১২ বছর বলছে আরবিআই

0
71

নিজস্ব প্রতিবেদন, নিউজ ফ্রন্টঃ

rbi currency and finance
রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া, ছবিঃ ফোর্বস

করোনা অতিমারির কারণে যে পরিমান ক্ষতির মুখে পড়েছে দেশের অর্থনীতি তা কাটিয়ে উঠতে লাগবে অন্তত ১২ বছর, প্রকাশিত রিজার্ভ ব্যাঙ্কের রিপোর্টে। ‘কারেন্সি অ্যান্ড ফাইনান্স ফর দ্য ইয়ার ২০২১-২২’ শীর্ষক এক রিপোর্টে কেন্দ্রীয় ব্যাঙ্ক জানিয়েছে অতিমারির ধাক্কায় ভারতীয় অর্থনীতিতে যে ক্ষত তৈরি হয়েছে তা ২০৩৪-৩৫ সাল নাগাদ ভরাট হতে পারে।

আরও পড়ুনঃ মসজিদের মাইক বন্ধ নাহলেই বাজবে হনুমান চালিশা হুঁশিয়ারি রাজ ঠাকরের

রিপোর্টে বলা হয়েছে , অতিমারির সময় কৃষিক্ষেত্র তেমনভাবে ক্ষতিগ্রস্ত হয়নি। কলকারখানার উৎপাদন, নির্মাণ শিল্প কিছুটা ঘুরে দাঁড়াতে চলেছে। হোটেল, পরিবহন, যোগাযোগ ক্ষেত্রে কিছুটা উন্নতির শুরু হলেও এখনও এই ক্ষেত্রগুলি সমস্যায় রয়েছে। এছাড়া সামগ্রিকভাবে অর্থনীতির কাঠামোগত সমস্যাও একটি বড় চ্যালেঞ্জ তার সঙ্গে রয়েছে অতিমারির ক্ষত। এর পাশাপাশি অর্থনীতির ঘুরে দাঁড়ানোর পথে বড় বাধা রাশিয়া-ইউক্রেন যুদ্ধ। ভারতের মত দেশ যেখানে আমদানি করা তেলের ওপর নির্ভরশীল হয়ে চলতে হয় সেক্ষেত্রে দেখা দিয়েছে বড় সমস্যা। এছাড়া কোভিডের পরে সাধারণ মানুষের সুরাহার ব্যবস্থা করতে গিয়ে সরকারের ভাঁড়ারের হালও খারাপ। রিজার্ভ ব্যাঙ্কের রিপোর্ট অনুযায়ী, সাধারণ মানুষের আয় কমেছে ফলে বাজারে বিক্রিবাটা কমে গিয়েছে এবং এর প্রভাব পড়েছে দেশের জিডিপি-তে। আপাতত দেশের আর্থিক বৃদ্ধি ৬.৫ থেকে ৮.৫ শতাংশের মধ্যে থাকবে।

আরও পড়ুনঃ ইদ-এ কারফিউ জারি খরগাঁওয়ে, রামনবমীর অশান্তির প্রেক্ষিতে সিদ্ধান্ত প্রশাসনের

আরবিআই-এর রিপোর্টে বলা হয়েছে যে, জিডিপি-র তুলনায় সরকারের ঋণের হার এখন ৯০ শতাংশ। আগামী পাঁচ বছরে ৬৬ শতাংশে নামিয়ে আনতে হবে। এবং অর্থনীতির হাল ফেরাতে, জিডিপি-র হার ধরে রাখতে মূল্যবৃদ্ধি হার কমাও প্রয়োজন। উল্লেখ্য, রিজ়ার্ভ ব্যাঙ্কের উপরেই বাজারে মূল্যবৃদ্ধির হার নিয়ন্ত্রণে রাখার দায়িত্ব। কিন্তু এখন তা বিপদসীমার উপরে। রিজ়ার্ভ ব্যাঙ্ক তাদের রিপোর্টে যে ভাবে জিনিস পত্রের দাম নিয়ন্ত্রনের কথা বলেছে তা যথেষ্ট  তাৎপর্যপূর্ণ বলেই মনে করছেন অর্থনীতি বিশেষজ্ঞরা । রিজ়ার্ভ ব্যাঙ্কের মতে, বৃদ্ধি ধরে রাখতে কম খরচে জমির বন্দোবস্ত, শিক্ষা ও কর্মী প্রশিক্ষণে বেশি খরচ করে শ্রমিকদের মানোন্নয়ন, শহরের পরিকাঠামো উন্নতিতে সংস্কার জরুরি।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here