ডিসেম্বরে ভারত সফরে আসছেন রাশিয়ান প্রেসিডেন্ট! মিলবে অত্যাধুনিক মিসাইল এস-৪০০

0
58

 শরীয়তুল্লাহ সোহন, ওয়েব ডেস্কঃ

আগামী মাসে অর্থাৎ ডিসেম্বর মাসে দ্বিতীয় সপ্তাহে দ্বিপক্ষীয় সম্মেলনে যোগ দিতে ভারত সফরে আসছে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। সম্মেলনকে ঘিরে দুই দেশের সামরিক সর্ম্পক জোরদার করার আশায় আছে ভারত সরকার। খবর মিলেছে, ডিসেম্বরের মাঝামাঝি সময়ে ভারতকে অত্যাধুনিক মিসাইল এস-৪০০ আকাশ প্রতিরক্ষাব্যবস্থার প্রথম চালান সরবরাহ করতে যাচ্ছে রাশিয়া। ভারতীয় সংবাদমাধ্যম টাইমস অব ইন্ডিয়ার খবরে এসব তথ্য জানানো হয়েছে।

Russia Missile
রাশিয়ার সবচেয়ে আধুনিক আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা এস-৪০০। ছবি: সংগৃহীত

সূত্রের বরাত দিয়ে সংবাদমাধ্যমটি বলছে, ডিসেম্বরের দ্বিতীয় সপ্তাহে ভারতে যাবেন পুতিন। গত বছরেই রুশ প্রেসিডেন্টের এই সফরের কথা ছিল। তবে করোনা মহামারির কারণে সে সময় পরিকল্পনা স্থগিত করা হয়। এখন পর্যন্ত ২০টি দ্বিপক্ষীয় সম্মেলনে অংশ নিয়েছে ভারত ও রাশিয়া।

আসন্ন সম্মেলনে দুই দেশ প্রতিরক্ষা, বাণিজ্য, বিনিয়োগ এবং বিজ্ঞান ও প্রযুক্তিসহ নানা ক্ষেত্রে চুক্তি করতে যাচ্ছে বলে জানা গেছে। পাশাপাশি আঞ্চলিক নিরাপত্তা পর্যালোচনা করবে দুই পক্ষ। আলোচনায় আসবে আফগানিস্তান পরিস্থিতিও। এদিকে ডিসেম্বরের সম্মেলনের আগে মস্কোতে দুই দেশের পররাষ্ট্র ও প্রতিরক্ষা মন্ত্রণালয় বৈঠকে বসতে পারে বলে খবর মিলেছে।

আরও পড়ুনঃ মা উড়ালপুলের পর দুর্গাপুর বিমানবন্দরকে ‘উত্তরাখন্ডের কৃতিত্ব’ বলে চালাতে গিয়ে কটাক্ষের মুখে কেন্দ্র

আগামী মাসে ভারতকে এস-৪০০ সরবরাহের বিষয়টিও টাইমস অব ইন্ডিয়াকে জানিয়েছে একটি সূত্র। এস-৪০০ নিয়ে রাশিয়ার সঙ্গে ভারতের চুক্তি হয় ২০১৮ সালে। চুক্তি অনুযায়ী ৫০০ কোটি মার্কিন ডলারের বিনিময়ে আকাশ প্রতিরক্ষাব্যবস্থার ৫টি ইউনিট পাবে ভারত। এর মধ্যেই ২০১৯ সালে প্রায় ৮০ কোটি ডলার পরিশোধ করা হয়েছে রাশিয়াকে।

আরও পড়ুনঃ মহারাষ্ট্রে মাওবাদী ও পুলিশের লড়াইয়ে নিহত ২৬ মাওবাদী, আহত কয়েকজন পুলিশ কর্মীও

রাশিয়ার সবচেয়ে আধুনিক আকাশ প্রতিরক্ষাব্যবস্থা এস-৪০০। এ ব্যবস্থায় ভূমি থেকে আকাশে দূরপাল্লার ক্ষেপণাস্ত্র ছুড়ে প্রতিপক্ষকে ঘায়েল করা যায়। এর আগে তুরস্কের কাছে এস-৪০০ বিক্রি করেছে রাশিয়া। এর জের ধরে যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞায় পড়েছে দেশটি। সবকিছুর মধ্যে ভারত সরকারের আশঙ্কা, আকাশ প্রতিরক্ষাব্যবস্থাটি হাতে পেলে একই ধরনের মার্কিন নিষেধাজ্ঞা আসতে পারে তাদের ওপরেও।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here