সুদীপ কুমার খাঁড়া,পশ্চিম মেদিনীপুরঃপরিবেশ রক্ষায় ভারত ভ্রমনে কাঁচড়াপাড়ার যুবক…. আমাদের মাতৃভূমি ভারতকে গড়ে তুলতে হবে একটি সবুজ দেশ হিসেবে।আর এই কাজে এগিয়ে আসতে হবে দেশের প্রত্যেকটি সচেতন নাগরিক ও ছাত্র ছাত্রীদের। দেশ জুড়ে পরিবেশ রক্ষার এই বার্তা ছড়িয়ে দিতে সাইকেলে ভারত ভ্রমনে বেরিয়েছেন উত্তর চব্বিশ পরগনার কাঁচড়াপাড়ার রেলকোলনীর মধ্য চল্লিশের যুবক তারক চন্দ্র পাল। চাকদক কলেজের ইংরেজি স্নাতক গৃহশিক্ষকতার কাজে যুক্ত তারকবাবু গতবছর জুলাইয়ে বেরিয়েছেন ভারত ভ্রমনে। ইতিমধ্যে উত্তর ও পশ্চিম ভারতের বিভিন্ন রাজ্যে বহু শিক্ষা প্রতিষ্ঠান ঘুরে ফেলেছেন।।তারকবাবুর মূল বার্তা হলো ” গাছ লাগান পরিবেশ ও প্রাণ বাঁচান।
তারকবাবুর এবারের লক্ষ্য ওড়িশা হয়ে দক্ষিণ ভারত।এবারেও তারকবাবু মানুষের কাছে বার্তা দিতে চলা পথে বিভিন্ন বিদ্যালয়ে উপস্থিত হচ্ছেন। চলার পথে তারকবাবু মঙ্গলবার হাজির হয়ে ছিলেন দাঁতন ২ ব্লকের ললাট গঙ্গাধর পাঠশালা হাইস্কুলে। বিদ্যালয়ে পুষ্পস্তবক দিয়ে শুভেচ্ছা জানান বিদ্যালয়ের প্রধান শিক্ষক নবকান্ত জানা। তাঁর এই উদ্যোগে খুশি বিদ্যালয়ের সমস্ত শিক্ষক শিক্ষিকা ও ছাত্রছাত্রীরা। তাঁর এই ধরনের কাজ ছাত্র ছাত্রীদের পরিবেশ রক্ষার কাজে আরও উৎসাহিত করবে বলে মনে করেন বিদ্যালয়ের ইতিহাসের শিক্ষক নারায়ণ মাইতি। এদিন বিদ্যালয়ের পক্ষ থেকে তারকবাবুর হাতে কিছু পাথেয় তাঁর হাতে তুলে দেওয়া হয়।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584