নিজস্ব সংবাদদাতা, ওয়েব ডেস্কঃ
চলতি বছর শেষ হওয়ার আগেই ভারতে আসতে পারে করোনা ভ্যাকসিন। এমনই ইঙ্গিত দিলেন কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী হর্ষবর্ধন। গাজিয়াবাদের এনডিআরএফ-এর একটি দশ শয্যা বিশিষ্ট হাসপাতাল উদ্বোধনে এসে স্বাস্থ্যমন্ত্রী বলেন, ‘দেশে তৈরি তিনটি ভ্যাকসিনের মধ্যে একটার ক্লিনিকাল ট্রায়াল তৃতীয় পর্যায়ে রয়েছে। আশা করি চলতি বছরের শেষে উৎপাদন শুরু করতে পারবো।’
শুধু তাই নয়, তাঁর গলায় শোনা গেল বিজয়ের সুরও। বললেন, ৮ মাসের দীর্ঘ লড়াইয়ে দেশে সুস্থতার হার ৭৫ শতাংশ। মোট ২২ লক্ষ মানুষ এখনও পর্যন্ত সুস্থ হয়েছেন। আরও সাত লক্ষ মানুষ খুব দ্রুত সুস্থ হয়ে উঠবেন। কোভিড পরিকাঠামো প্রসঙ্গে বলতে গিয়ে তিনি জানান, “আমরা পুনের মাত্র একটা ল্যাবরেটরি দিয়ে কাজ শুরু করেছিলাম। এখন দেশের দেড় হাজার ল্যাবরেটরি।”
অন্যদিকে, সবকিছু ঠিকঠাক থাকলে আগামী ৭৩ দিনের মধ্যেই বিনামূল্যে করোনার টিকা পেতে পারে ভারতবাসী। এমনটাই জানালো করোনা ভ্যাকসিন প্রস্তুতকারী সংস্থা সিরাম ইনস্টিটিউট অফ ইন্ডিয়া। এই সংস্থার এক আধিকারিক শনিবার জানিয়েছেন, তাঁদের তৈরি করা কোভিড-১৯ ভ্যাকসিন কোভিশিল্ড সংক্রান্ত যাবতীয় পরীক্ষার কাজ আগামী ৫৮ দিনের মধ্যেই শেষ হয়ে যাবে।
আরও পড়ুনঃ বিহারে নীতেশের নেতৃত্বে লড়বে বিজেপি, বার্তা নাড্ডার
সিরাম ইনস্টিটিউট অফ ইন্ডিয়ার তরফ থেকে জানা গিয়েছে, মানবদেহে করোনা টিকা পরীক্ষার (হিউম্যান ক্লিনিক্যাল ট্রায়াল) দু’দফার কাজ সফল ভাবে শেষ হয়েছে। তৃতীয় তথা চূড়ান্ত পর্যায়ের কাজ শুরু হয়েছে। মুম্বই, পুণে, মহারাষ্ট্র, গুজরাতের আহমদাবাদ-সহ দেশের ২০টি শহরে দেহে প্রথম ডোজটি দেওয়া হয়েছে শনিবার।
আরও পড়ুনঃ কোভিড গাইডলাইন মেনে প্রচার মাধ্যম কাজ শুরু করতে পারেঃ প্রকাশ জাভরেকড়
২৯ দিন পরে আরও ১,৬০০ জন স্বেচ্ছাসেবকের দ্বিতীয় ডোজটি দেওয়া হবে। পরীক্ষার ফলের জন্য অপেক্ষা করতে হবে আরও ১৫ দিন। জুলাই মাসে ব্রিটিশ বিজ্ঞান বিষয়ক পত্রিকা দি ল্যানসেট-এ অক্সফোর্ডের করোনা টিকার মানবদেহে প্রথম পরীক্ষার ফলাফল প্রকাশিত হয়েছিল।
তাতে জানানো হয়, ব্রিটেনে ৯০ শতাংশ স্বেচ্ছাসেবকের শরীরেই করোনা-রোধী শক্তিশালী অ্যান্টিবডি এবং টি-সেল তৈরি করতে সক্ষম হয়েছে এই প্রতিষেধক। কেন্দ্রীয় সরকার ইতিমধ্যেই সিরাম ইনস্টিটিউট অফ ইন্ডিয়াকে আগামী জুন মাসের মধ্যে ৬৮ কোটি প্রতিষেধক ডোজ সরবরাহের নির্দেশ দিয়েছে ।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584