ভারতীয় ভূখণ্ডে চিনা সেনা প্রবেশ করতে পারেনি, কোনও সেনা চৌকিও দখল হয়নি মোদী

0
45

নিউজফ্রন্ট, ওয়েব ডেস্কঃ

modi | newsfront.co
সংবাদ চিত্র

পূর্ব লাদাখে ভারত-চিন সীমান্ত পরিস্থিতি নিয়ে আলোচনা করতে শুক্রবার ভিডিও কনফারেন্সিংয়ের মাধ্যমে সর্বদল বৈঠক করেন প্রধানমন্ত্রী। এই বৈঠকেই প্রধানমন্ত্রী জানান, “ভারতীয় ভূখণ্ডে চিনা সেনা প্রবেশ করতে পারেনি, কোনও সেনা চৌকিও দখল হয়নি।” তিনি আরও বলেন, “প্রকৃত নিয়ন্ত্রণ রেখায় তথা এলএসি-তে চিন যা করেছে তাতে গোটা দেশ আহত ও রুষ্ট।” অর্থাৎ প্রধানমন্ত্রী বোঝাতে চেয়েছেন, চিনা বাহিনীর সঙ্গে ভারতীয় সেনার সংঘাত প্রকৃত নিয়ন্ত্রণ রেখা বরাবর হয়েছে। ভারতের কোনও বর্ডার পোস্টের দখল পিপলস লিবারেশন আর্মি নিতে পারেনি।

আরও পড়ুনঃ সময় নষ্টের ফলে শহীদ হল জওয়ান, সর্বদলীয় বৈঠকে সোনিয়া

একইসঙ্গে মোদী বলেছেন, ”আমাদের ২০ জন জওয়ান শহীদ হয়েছেন। কিন্তু ভারত মাতাকে যারা এই স্পর্ধা দেখিয়েছে, তাদের উচিত শিক্ষা দেওয়া হয়েছে”। এদিন প্রধানমন্ত্রী আরও বলেছেন, “দেশকে রক্ষা করার জন্য যা যা করার দরকার, তা করছে ভারতীয় সেনা।” এদিনের সর্বদল বৈঠকে গোয়েন্দা ব্যর্থতা নিয়ে বারবার প্রশ্নের মুখে পড়তে হয় কেন্দ্রীয় সরকারকে। তবে প্রতিটি রাজনৈতিক দলই স্পষ্ট জানিয়ে দেয়, চিনা আগ্রাসনের বিরুদ্ধে মোকাবিলার জন্য সবাই মজবুত ভাবেই সরকারের পাশে রয়েছেন। এবার ঐক্যবদ্ধভাবে চিনের আগ্রাসনের বিরুদ্ধে রুখে দাঁড়াবে ভারত।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here