স্পোর্টস ডেস্কঃ
প্রথমে বলে কূলদীপ যাদবের ঘূর্ণি, পরে রাহুলের ব্যাটিং তান্ডবে ইংল্যান্ডের বিরুদ্ধে তিন ম্যাচের সিরিজের প্রথম টি-টোয়েন্টি ম্যাচ অনায়াসেই জিতে নিল ভারত।
টসে জিতে ভারতীয় অধিনায়ক বিরাট কোহলি প্রথমে ইংল্যান্ডকে ব্যাট করতে পাঠান। জেসন রয় ও জস বাটলার শুরুটা দূর্দান্ত করেন।পাঁচ ওভারের আগেই ইংল্যান্ড পৌঁছে যায় ৫০ রানে। কিন্তু তার পরেই কূলদীপের ঘূর্ণির উপর ভর করে ম্যাচে ফেরে ভারত। একাই ৪ ওভারে ৫ উইকেট নিয়ে ইংল্যান্ডকে বেঁধে রাখেন ১৫৯ রানে। কিন্তু কূলদীপের বলে আউট হওয়ার আগে বাটলার করে যান ৪৬ বলে ৬৯ রান।শেষের দিকে ডেভিড উইলি ১৫ বলে ২৮ রান করে যান।
জবাবে ব্যাট করতে নেমে ভারত শুরুতেই শিখর ধাওয়ানের উইকেট হারায়। তারপর দুই নম্বরে নামা লোকেশ রাহুল জুটি বাঁধেন রোহিত শর্মার সঙ্গে। তাদের জুটি ১২৩ রান যোগ করে। রোহিত শর্মা ৩২ রানে আউট হলেও লোকেশ রাহুল মাত্র ৫৪ বলে ১০১ রানের ঝোড়ো ইনিংস খেলে শেষ পর্যন্ত অপরাজিত থেকে যান। মাত্র দুই উইকেটের বিনিময়ে ১৮.২ ওভারেই জয়ের জন্য প্রয়োজনীয় রান তুলে নেয় ভারত । অধিনায়ক কোহলিও অপরাজিত থাকেন ২০ রান করে।
(ছবি-সংগৃহীত)
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584