স্পোর্টস ডেস্কঃ
বক্সিং ডে টেস্টে ১৩৭ রানে জয়ী হয়ে বর্ডার-গাভাস্কার ট্রফি ভারতে থাকা নিশ্চিত করল বিরাটরা। সঙ্গে সিরিজে ২-১এ এগিয়ে গেল ভারত। বাকি একটি টেস্টে হেরে গেলেও সিরিজ ড্র হবে।আর যেহেতু দেশের মাটিতেও ভারত জয়ী হয়েছিল। তাই বর্ডার-গাভাস্কার ট্রফি ভারতে থাকা নিশ্চিত।
সকালেরর বৃষ্টিতে প্রথম শেসন ধুয়ে গেলেও খেলা শুরু হওয়ার পর ২৭ বলের মধ্যেই অস্ট্রেলিয়ার ইনিংস শেষ হয়ে যায়।২৯৯ রানের টার্গেট তাড়া করতে নেমে শেষ পর্যন্ত ২৬১ রানে থামল অস্ট্রেলিয়ার ইনিংস। অস্ট্রেলিয়ার হয়ে প্যাট কামিন্স সর্বোচ্চ ৬৩ রান করেন। আজ সকালে বুমরাহ তাঁর উইকেট তুলে নেন। শেষ উইকেট হিসাবে নাথান লিওকে আউট করেন ইশান্ত শর্মা।
ম্যাচে মোট ৯ উইকেট নিয়ে ম্যান অফ দ্যা ম্যাচ নির্বাচিত হন জসপ্রীত বুমরাহ।
(ছবি সৌজন্যে-https://twitter.com/imAkatariya/status/1079225503171567619?s=19)
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584