অঞ্জন চট্টোপাধ্যায়, স্পোর্টস ডেস্কঃ
ফাটাফাটি কামব্যাক ইংল্যান্ডের বিরুদ্ধে প্রথম টেস্টে হারের বদলা। দ্বিতীয় টেস্টেই নিয়ে নিল টিম ইন্ডিয়া। দ্বিতীয় টেস্টে ভারত জিতল ৩১৭ রানে। সেই সঙ্গে ৪ ম্যাচের সিরিজে সমতা ফেরাল ‘টিম ইন্ডিয়া’। জয়ের ফলে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপেও দ্বিতীয় স্থানে উঠে এল ভারত।
ভারতের দেওয়া ৪৮১ রানের লক্ষ্যমাত্রা নিয়ে খেলতে নেমে গতকালই ৫৩ রানের বিনিময়ে ৩ উইকেট খুইয়ে ফেলেছিল ইংল্যান্ড। ম্যাচের চতুর্থ দিন সকালেও প্রত্যাশিতভাবেই দাপট দেখালেন ভারতীয় স্পিনাররা। অশ্বিন ও অক্ষর প্যাটেলের স্পিন ছোবলে কাত ব্রিটিশরা। রুটরা দ্বিতীয় ইনিংসে গুটিয়ে গেলেন ১৬৪ রানে। ইংরেজ ব্যাটসম্যানদের মধ্যে মইন আলি সর্বোচ্চ ৪৩ এবং রুট ৩৩ রান করলেন।
আরও পড়ুনঃ ফুটসলের রেফারিদের ওয়ার্কশপ শুরু
এছাড়া কোনো ইংল্যান্ড ক্রিকেটার রান পাননি বলার মতো। নিজের অভিষেক টেস্টে এক ইনিংসে পাঁচ উইকেট নিয়ে নজির করলেন অক্ষর প্যাটেল। বিশ্বের সপ্তম ক্রিকেটার হিসেবে দ্বিতীয় ইনিংসে পাঁচ উইকেট নিয়ে এই নজির গড়েন। এছাড়া রবি চন্দ্র অশ্বিন তিন উইকেট নেন আর কুলদীপ যাদব দুই উইকেট নেন।
ম্যাচের সেরা প্রথম ইনিংসে পাঁচ উইকেট ও শত রান করা রবিচন্দ্রন। অশ্বিন এই জয়ের ফলে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপে দ্বিতীয় স্থানে উঠে এল ভারত। ইংল্যান্ড নেমে গেল চতুর্থ স্থানে। তবে, দ্বিতীয় স্থান ধরে রাখতে হলে সিরিজ জিততেই হবে টিম ইন্ডিয়াকে।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584