পন্থের ব্যাটে অজি মেজাজে সিরিজ জয় ভারতের

0
106

অঞ্জন চট্টোপাধ্যায়, স্পোর্টস ডেস্কঃ

কাজটা করতো স্টিভ ওয়া বিপক্ষের ডেরায় গিয়ে তাকে মেরে আসা থেকে শুরু করে ৩০০ ওপর রান চেস করে জেতা। এই সব তো স্টিভের অস্ট্রেলিয়াই দেখিয়েছে আর ক্যাঙ্গারুদের দেশে গিয়ে ওদের দেখানো পথে ওদের বধ করলো বিরাটহীন টিম ইন্ডিয়া।

Rishav Pant | newsfront.co

প্রায় রিজার্ভ দল খেলছে গাব্বা টেস্টে কোথায় ড্রর জন্য শেষ দিন ঝুঁকে নৈতিক জয়ের দিকে ঝুঁকবে না ৩২৪ তারা করে জিততে চাওয়া। সিডনি টেস্ট ড্র করে যে আত্মবিশ্বাস ঘরে তুলেছিল টিম রাহানে আজ সেই ফসল ঘরে তুলল। পরপর দুই সিরিজ অস্ট্রেলিয়ায় গিয়ে অস্ট্রেলিয়াকে পরাস্ত করে ইতিহাস করল টিম ইন্ডিয়া যা অতীতের কোনো দল দেশ করতে পারে নি। তরুণদের কাঁধে চেপে ব্রিসবেনে ঐতিহাসিক টেস্ট জয় ভারতের।

Gabba test | newsfront.co

শেষদিনে ভারতকে ম্যাচ জিততে ১০ উইকেটের পুঁজি নিয়ে ৩২৪ রান করতে হত। সেখানেই সকালে শুভমান গিলের ৯১ ও দিনের শেষবেলায় ঋষভ পন্থের ৮৯ রানের সুবাধে ৩ উইকেটে গাব্বা টেস্ট জিতল ভারত।অ্যাডিলেড টেস্টে ৩৬ রানের মহাবিপর্যয়ের পর রাহানের শতরানে মেলবোর্নে মহাপ্রত্যাবর্তন। সেখান থেকেই শেষ পর্যন্ত ব্রিসবেন টেস্ট জিতে নিয়ে ২-১ ব্যবধানে সিরিজ জয়ে, টানা দ্বিতীয় বারের জন্য অজিভূমে বর্ডার-গাভাসকর ট্রফি জিতল ভারত। যদিও লড়াই এদিন সহজ ছিল না।

Brisbane | newsfront.co

চোটের কারণে নেই শামি, নেই বুমরাহ!উমেশ-রাহুল-অশ্বিন-জাদেজাদের হারিয়ে শার্দুল-সিরাজ-পন্থ-গিলদের কাঁধে চেপে দুরন্ত জয় ভারতের। রাহানের দলের এই লড়াই ইতিহাসের পাতায় লেখা থাকবে। শেষদিনের শুরুতে ইনিংসের নবম ওভারের দ্বিতীয় বলে কামিন্স আউট করেন রোহিত শর্মাকে। ১টি বাউন্ডারির সাহায্যে ২১ বলে ৭ রান করে পেইনের দস্তানায় ধরা দেন হিটম্যান। ভারত দলগত ১৮ রানের মাথায় প্রথম উইকেট হারায়।

আরও পড়ুনঃ ভারত-পাক মহারণ থেকে বঞ্চিত হওয়ার পথে ক্রিকেট ভক্তরা

India cricket team | newsfront.co

নতুন ব্যাটসম্যান চেতশ্বর পূজারা। ইনিংসের নবম ওভারের দ্বিতীয় বলে কামিন্স আউট করেন রোহিত শর্মাকে। ১টি বাউন্ডারির সাহায্যে ২১ বলে ৭ রান করে পেইনের দস্তানায় ধরা দেন হিটম্যান ৪৮তম ওভারে ন্যাথল লিয়ঁর শেষ বলে আউট হন গিল। নিশ্চিত শতরান মাঠে ফেলে আসেন তিনি। ৮টি চার ও ২টি ছক্কার সাহায্যে ১৪৬ বলে ৯১ রান করে স্মিথের হাতে ধরা পড়েন শুভমন।

আরও পড়ুনঃ তামিলনাড়ু ম্যাচ হেরে মুস্তাক থেকে বিদায় বাংলার

৫৭তম ওভারের পঞ্চম বলে কামিন্সকে উইকেট দেন রাহানে। ১টি চার ও ১টি ছক্কার সাহায্যে ২২ বলে ২৪ রান করে পেইনের দস্তানায় ধরা পড়েন ভারত অধিনায়ক।চেতেশ্বর পূজারা। ৭টি বাউন্ডারির সাহায়্যে ২১১ বলে ৫৬ রান করে সাজঘরে ফেরেন চেতেশ্বর। ৮৬তম ওভারে ব্যক্তিগত হাফ-সেঞ্চুরি পূর্ণ করলেন ঋষভ পন্থ।১৫ বলে ৯ রান করে মায়াঙ্ক আগরওয়াল আউট ২২ রান করে সুন্দর আউট।২ রান করে ঠাকুর আউট। ৯৭ ওভারে ৭ উইকেটের বিনিময়ে ৩২৯ রান তুলে ম্যাচ জিতে যায় ভারত। পন্থ ৮৯ রানে অপরাজিত থাকেন।

অ্যাডিলেডের দ্বিতীয় ইনিংসে ৩৬ রানে অলআউট হওয়ার পর মেলবোর্নে রাহানের শতরানে ভারত ঘুরে দাঁড়ায়। মেলবোর্নের জয়ের পর সিডনিতে পঞ্চম দিনে পন্থ-হনুমা ও অশ্বিনের লড়াইয়ে মহারণে ড্র করে ভারত। আর ব্রিসবেনের শেষদিন মহানাটকীয় লড়াইয়ে পন্থের ব্যাটে ঐতিহাসিক জয় তুলে নিয়ে ২০১৮-র পর ২০২১ সালে ফের অস্ট্রেলিয়াকে ২-১ ব্যবধানে হারিয়ে টেস্ট সিরিজ জিতল ভারতীয় দল। সেই সঙ্গে অস্ট্রেলিয়ায় নেতা হিসেবে তিন ম্যাচে ক্যাপ্টেন্সি করে অপরাজিত থাকলেন রাহানে।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here