ওয়েব ডেস্ক, নিউজ ফ্রন্ট:
‘ইন্ডিয়াবুলস হাউসিং ফিনান্স’ কোম্পানি তাদের ২০০০ কর্মী ছাঁটাইয়ের ঘোষণার পরই উত্তাল হয় সোশ্যাল মিডিয়া।
এক কর্মী সোশ্যাল মিডিয়ায় লেখেন,”করোনা অতিমারি দুর্দশার পরও কোনো নোটিশ ছাড়াই ইন্ডিয়াবুলস ২০০০ কর্মীকে ছুড়ে ফেলল। প্রথমে তারা আমাদের মাইনে কাটে। তারপর আমাদের পদত্যাগের জন্য চাপ দিতে থাকে। এখন এই কঠিন সময়ে তারা কোথায় নতুন কাজ খুঁজে পাবে।”
#indiabulls Really now come on platform of ILLOGICAL & INHUMAN policy which makes us bound to choose between to choose resignation & the choose to transfer policy….It means No options for me. https://t.co/Q74pU1lhlK pic.twitter.com/DdY8sAE90m
— DINESH PRASAD SAHU (@DINESHP22969485) May 21, 2020
জানা গেছে এই সমস্ত কর্মীদের হোয়াটসঅ্যাপ কলের মাধ্যমে পদচ্যুত করা হয়েছে।আর এক নেটিজেন টুইট করে লেখেন ইন্ডিয়াবুলসের কর্মীরা ভাইরাসের থেকে দুশ্চিন্তা এবং হতাশায় বেশি মারা যাবেন।
I don't understand this. #Indiabulls which donated 21 crores to #PMCARES fund has #laidoff 2000+ #employees with no severance package.
These guys had the money to donate to PM CARES fund but don't have money to pay salaries for their employees.Why would a company do this?? pic.twitter.com/6oB36pu7qm
— Amar Thakur (@amarthakur) May 20, 2020
কেউ কেউ আবার কটাক্ষ করে মন্তব্য করেছেন যে ইন্ডিয়াবুলস পিএম কেয়ার্সে অনুদান দিতে পারে আর তাদের কর্মীদের মাইনে দিতে পারেনা।
Indiabulls contributes 21cr in the PM-covid fund and then take oneday salary from the employees as covid fund, cut out salary 20-40% from the employees and then finally asking to leave the company. But in system all will be found as voluntarily. https://t.co/bVXolDRIVe
— Mukherjee.Antara (@MukherjeeAntar2) May 17, 2020
অমর ঠাকুর নামক আরেকজন সোশ্যাল মিডিয়ায় লিখেছেন,”আমি এটা বুঝতে পারছি না। ইন্ডিয়াবুলস পিএমকেয়ার্সে ২১ কোটি টাকা অনুদান দিচ্ছে, অথচ কোন ক্ষতিপূরণ প্যাকেজ ছাড়াই ২০০০ কর্মীকে ছাঁটাই করছে। এদের পিএম কেয়ার্সে অনুদানের জন্য টাকা আছে, কিন্তু কর্মীদের বেতন দেওয়ার টাকা নেই।
#indiabullsresign #indiabullsfiring @narendramodi @AmitShahOffice @PMOIndia Indiabulls firing forcefully to thousands of employees without any notice with a reason of lockdown. Forced salary deduction to 30% also done. Need ur help for full compensation. Thanks..!!
— Naveen Panda (@NaveenPanda2) May 16, 2020
আরও পড়ুন:করোনা লকডাউনের জেরে এবার ১৪০০ কর্মী ছাঁটাই ওলার
টুইটারে এরকম গাদাগাদা পোস্ট প্রধানমন্ত্রী ,স্বরাষ্ট্রমন্ত্রী ও শ্রম মন্ত্রীকে উদ্দেশ্য করে করা হয়েছে। কিন্তু ইন্ডিয়াবুলসের তরফ থেকে কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584