শিবশঙ্কর চ্যাটার্জ্জী, দক্ষিণ দিনাজপুরঃ
পাচার হওয়ার আগেই ভারত – বাংলাদেশ সীমান্তে সাপের বিষ ভর্তি কাচের জার আটক করল সীমান্ত রক্ষী বাহিনী। ঘটনাটি ঘটেছে আজ দক্ষিণ দিনাজপুর জেলার বালুরঘাট থানার ঠাকুরপুরা এলাকার সীমান্ত জামরাইল গ্রামে। প্রায় ৬ কোটি টাকার সাপের বিষ ভর্তি জার উদ্ধার হওয়ায় এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে।
১৯৯ ব্যাটিলিয়ন সীমান্ত রক্ষী বাহিনীর সুত্রে জানা গেছে, আজ বিকেলে গোপন সূত্রে খবর পেয়ে বাহিনীর দীঘিপাড়া ক্যাম্পের কর্তব্যরত সীমান্ত রক্ষী বাহিনীর জওয়ানরা বালুরঘাট থানার ঠাকুরপুরা এলাকার জামরাইল গ্রামে ওরাজ মন্ডলের বাড়িতে হানা দেয়। হানা দিয়ে সাপের বিষ ভর্তি কাচের জারটি আটক করে।
সূত্রের খবর, ওই সাপের বিষ ভর্তি কাচের জারটি ফ্রান্স থেকে বাংলাদেশ হয়ে পাচার হয়ে গতকাল রাতে ওরাজ মন্ডলের বাড়িতে আসে।
আরও পড়ুনঃ বীরভূমে পরিযায়ী শ্রমিকদের কাজে লাগানো নিয়ে বৈঠক প্রশাসনের
গোপনে এই সাপের বিষ ভর্তি কাচের জারটি দেশের অন্যত্র পাচার করবার জন্য ছক কষা হয়েছিল। কিন্তু সীমান্ত রক্ষী বাহিনীর জওয়ানরা হানা দিয়ে জার ভর্তি সাপের বিষ আটক করে পাচারকারীদের সেই ছক বানচাল করে দেয়। যদিও সীমান্ত রক্ষী হানা দেওয়ার আগেই বাড়ির পেছনের দরজা দিয়ে ওরাজ মন্ডল পালিয়ে যাওয়ায় তাকে গ্রেফতার করতে পারেনি সীমান্ত রক্ষী বাহিনীর জওয়ানরা।
প্রসঙ্গত, ২০১৮ সালে এই জেলার সীমান্তে বেশ কয়েকবার সাপের বিষ ভর্তি জার আটক করেছিল সীমান্ত রক্ষী বাহিনীর জওয়ানরা। পরে এস টি এফ এই পাচার চক্রীর দুই সহযোগীকে দক্ষিণ দিনাজপুর জেলার ভারত- বাংলাদেশ সীমান্ত লাগোয়া হিলি ও বালুরঘাট গ্রাফতার করেছিল।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584