আগ্রাসী মনোভাব রুখতে সেনাকে স্বাধীনতা

0
51

নিউজফ্রন্ট, ওয়েব ডেস্কঃ

বিজয় দিবসের কুচকাওয়াজে অংশ নিতে সোমবার রাশিয়ার উদ্দেশ্যে রওনা দেবেন প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং। তার আগেই রবিবার ভারত-চিন সীমান্তের পরিস্থিতি খতিয়ে দেখতে দিল্লিতে তিন বাহিনীর প্রধানদের সঙ্গে গুরুত্বপূর্ণ সামরিক বৈঠক করলেন প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং।

Rajnath Singh | newsfront.co
ফাইল চিত্র

এই বৈঠকে উপস্থিত ছিলেন সেনাপ্রধান এমএম নারাভানে, বায়ুসেনা প্রধান আর কে এস ভাদুরিয়া এবং নৌবাহিনীর প্রধান অ্যাডমিরাল কর্মবীর সিং। পাশাপাশি এই বৈঠকে উপস্থিত ছিলেন সেনা সর্বাধিনায়ক বিপিন রাওয়াতও।

সংবাদসংস্থা পিটিআই সূত্রে খবর, এই বৈঠকে প্রতিরক্ষামন্ত্রী তিন সেনার প্রধানকেই চিন সীমান্তে আরও ‘কড়া নজরদারি’ চালানোর নির্দেশ দিয়েছেন। পূর্ব লাদাখের গালওয়ান, ১৪ নং পেট্রলিং পয়েন্ট, এবং প্যাঙ্গগংয়ের দিকে স্থলসেনাকে বিশেষ নজর রাখার নির্দেশ দেওয়া হয়েছে। আকাশপথে চিনা বায়ুসেনার কার্যকলাপের উপর কড়া নজর রাখার নির্দেশ দেওয়া হয়েছে বায়ুসেনাকে।

কোনওভাবে চিন ভারতীয় আকাশসীমা লঙ্ঘন করার চেষ্টা করলেই উপযুক্ত শাস্তি দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। একই নির্দেশ দেওয়া হয়েছে নৌবাহিনীকেও। পাশাপাশি প্রকৃত নিয়ন্ত্রণরেখা বরাবর চিনা সেনার যে কোনও আগ্রাসী আচরণ রুখতে সশস্ত্র বাহিনীকে পূর্ণ স্বাধীনতা দেওয়া হয়েছে বলে জানিয়েছে সংবাদসংস্থা পিটিআই।

আরও পড়ুনঃ লাদাখ ইস্যুতে প্রধানমন্ত্রীকে ‘সারেন্ডার মোদী (Surender Modi)’ বলে কটাক্ষ রাহুলের

উল্লেখ্য, গত ১৫ জুন পূর্ব লাদাখের গালওয়ান উপত্যকায় ভারত-চিন সীমান্তে দু’দেশের সংঘর্ষে শহীদ হয়েছেন ২০ জন ভারতীয় জওয়ান। এর পর থেকেই দিল্লিতে শুরু হয়েছে জোর তৎপরতা। এর আগেও তিন সেনার প্রধান এবং সেনা সর্বাধিনায়কের সঙ্গে বৈঠক করেছেন প্রতিরক্ষামন্ত্রী। একাধিকবার আলোচনা হয়েছে প্রধানমন্ত্রীর সঙ্গেও। আসলে কেন্দ্র চাইছে যে কোনও পরিস্থিতির জন্য তিন বাহিনীকে প্রস্তুত রাখতে।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here