নিজস্ব সংবাদদাতা, ওয়েব ডেস্কঃ
গতবছরই কর্মী, আধিকারিকদের সরকারি কাজে হোয়াটস অ্যাপ ব্যবহার করতে নিষেধ করেছিল সেনাবাহিনী। এবার হানি ট্র্যাপির কবল থেকে কর্মীদের বাঁচাতে এবং গোপন সামরিক তথ্য ফাঁস রুখতে হোয়াটসঅ্যাপ-এর আদলে ‘সিকিওর অ্যাপ্লিকেশন ফর ইন্টারনেট’ (এসএআই) নামে একটি অভ্যন্তরীণ অ্যাপ তৈরি করল ভারতীয় সেনাবাহিনী।
বৃহস্পতিবার এক সেনাকর্তা জানিয়েছেন, ‘সহজ ও নিরাপদ অ্যাপ্লিকেশন এসএআই এন্ড-টু-এন্ড ভয়েস, টেক্সট ও ভিডিয়ো কলিং মেসেজের নিরাপত্তা সুরক্ষিত করে। সমগ্র সেনাবাহিনীতে তথ্য সুরক্ষার স্বার্থে এই অ্যাপ ব্যবহার করা হবে।’
আরও পড়ুনঃ গান্ধী নিয়ে বিকৃত মন্তব্যকারী সৌমিত্র আইআইএমসি-র অধ্যাপক
রাজস্থানের সিগন্যাল ইউনিটের কর্নেল সাই শংকর এসএআই অ্যাপ্লিকেশনটি প্রথম তৈরি করেন। পরে তা আপগ্রেড করে সেনাবাহিনীর ব্যবহারের উপযোগী করে তোলা হয়। এই পদক্ষপের জন্য কর্নেল শংকরকে অভিনন্দন জানিয়েছেন কেন্দ্রীয় প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং।
আরও পড়ুনঃ মোদী সরকারের সদিচ্ছা নিয়ে প্রশ্ন! নয়া জমি আইনে ক্ষুব্ধ কাশ্মীরি পন্ডিতরা
এসএআই তৈরি হয়েছে অনেকটা হোয়াটসঅ্যাপ, টেলিগ্রাম, সংবাদ ও জিআইএমএস-এর মতো চালু অ্যাপগুলির আদলে। এতে টেক্সট, ভয়েস এবং ভিডিও কল করা যায়। তথ্য গোপন রাখতে এই অ্যাপে ‘এন্ড টু এন্ড’ এনক্রিপশনের সুবিধা রয়েছে।
সেইসঙ্গে স্থানীয় ইন-হাউজ সার্ভার ও কোডিং ভিত্তিক নিরাপত্তা ফিচার্স বিশিষ্ট এই অ্যাপ সেনাবাহিনীর প্রোজন অনুযায়ী রূপান্তর করা যায়। বর্তমানে মেধাস্বত্ব, ন্যাশনাল ইনফরমেটিক্স সেন্টারে পরিকাঠামো এবং আইওএস প্ল্যাটফর্মে যাতে অ্যাপটি ব্যবহার করা যায়, সেজন্য কাজ চলছে।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584