লকডাউনে ভারতীয় কোটিপতিদের আয় বেড়েছে ৩৫ শতাংশ, কর্মচ্যুত দেড় লক্ষাধিকঃ অক্সফ্যাম রিপোর্ট

0
83

নিজস্ব সংবাদদাতা, ওয়েব ডেস্কঃ

করোনা ভাইরাস প্যান্ডেমিক সংক্রান্ত অক্সফ্যামের রিপোর্ট ‘ইনিকুয়ালিটি ভাইরাস’-এর তথ্য অনুযায়ী লকডাউনে উপকৃত হয়েছে দেশের ধনীরা, আর ক্ষতিগ্রস্ত হয়েছে সাধারণ মানুষ। দেশের কোটিপতিদের সম্পদ বেড়েছে অন্তত ৩৫% আর কাজ হারিয়েছেন কয়েকলক্ষ মানুষ। শুধুমাত্র ২০২০ এপ্রিলে সারা বিশ্বে বিভিন্ন ক্ষেত্রে প্রতি ঘন্টায় কাজ হারিয়েছেন ১ লক্ষ ৭০ হাজার মানুষ।

Lockdown crisis | newsfront.co
ফাইল চিত্র

এই রিপোর্টে বলা হয়েছে, ভারতের প্রথম ১০০ জন কোটিপতিদের সম্পদের পরিমাণ এতটাই ছিল অন্তত মার্চ ২০২০ অব্দি যে তারা ১৩৮ লক্ষ অতি দরিদ্র মানুষদের প্রত্যেককে ৯৪,০৪৫ টাকার চেক দিয়ে দিতে পারতেন।

এই রিপোর্টে আরও বলা হয়েছে মুকেশ আম্বানি করোনা ভাইরাস লকডাউনে যে পরিমাণ সম্পদ বাড়িয়েছেন প্রতি ঘন্টায় তা অর্জন করতে একজন অদক্ষ শ্রমিকের লাগবে ১০ হাজার বছর আর প্রতি সেকেন্ডে যা তাঁর আয় বেড়েছে তা রোজগার করতে একজন অদক্ষ শ্রমিকের লাগবে ৩ বছর।

আরও পড়ুনঃ ১২ হাজার ডলার ঘুষের বিনিময়ে টিআরপি বদলানোর অভিযোগ অর্ণবের বিরুদ্ধে

২০২০ আগস্টে মুকেশ আম্বানি বিশ্বের চতুর্থ ধনী ব্যক্তি বলে ঘোষিত হন, আর তার একমাস আগেই সারা বিশ্ব দেখেছে ভারতের পরিযায়ী শ্রমিকদের দুর্দশা। কাজ নেই, অর্থ নেই, খাবার নেই, মাথার ওপর ছাদ নেই মাইলের পর মাইল তাঁরা সপরিবারে হেঁটে চলেছেন বাড়ি ফেরার জন্য। এমনকি কতজন প্রাণ হারিয়েছেন তার পরিসংখ্যান পর্যন্ত সরকারের কাছে নেই।

আরও পড়ুনঃ প্রজাতন্ত্র দিবসে রাজধানীতে কৃষকদের ট্রাক্টর র‍্যালিতে ছাড় দিল্লি পুলিশের

তারপরে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ঘোষণা করেন ২০ লক্ষ কোটি টাকার আর্থিক প্যাকেজ। আত্মনির্ভর ভারত প্রকল্পে কত মানুষ লাভবান হলেন তার সঠিক পরিসংখ্যানও পাওয়া যায়নি। অক্সফ্যাম এর ‘ইনিকুয়ালিটি ভাইরাস’ রিপোর্টে বলা হয়েছে সরকার যদি এই মুহূর্তে কোন সঠিক পদক্ষেপ না নেয় তাহলে ভবিষ্যৎ ভয়াবহ দিকে যাবে।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here