ভারতীয় অর্থনীতির ইতিহাসে সবচেয়ে ভয়াবহ মন্দার মুখোমুখি হতে চলছে দেশ, বলছে সমীক্ষা

0
58

মোহনা বিশ্বাস, ওয়েব ডেস্কঃ

করোনার কু-নজরে ভারতের অর্থনীতি। কোভিড-১৯-এর প্রভাবে ক্রমশ দূর্বল হয়ে পড়ছে ভারতীয় অর্থনীতি। চলতি অর্থবর্ষে ভারতে অর্থনীতির সঙ্কোচনের পূর্বাভাস দিয়েছে একের পর এক সমীক্ষা ও আর্থিক সংস্থা। মন্দার ইঙ্গিত ছিল উপদেষ্টা সংস্থা গোল্ডম্যান স্যাক্সের রিপোর্টে। ভারতের ইতিহাসে অর্থনীতির সবচেয়ে ভয়াবহ মন্দাবস্থা সম্ভবত এবছরই দেখতে হতে পারে সকলকে।

economic condition | newsfront.co
প্রতীকী চিত্র

করোনা মোকাবিলায় মার্চের শেষেই শুরু হয়েছিল লকডাউন। একেই কমজোরী ছিল ভারতীয় অর্থনীতি, তারওপর লকডাউনের ধাক্কায় আরও দূর্বল হয়ে গিয়েছে অর্থনীতির অবস্থা। ফলে জানুয়ারি-মার্চে বৃদ্ধির হার নামতে পারে ১.২ শতাংশে। আর সব মিলিয়ে গত অর্থবর্ষে তা হতে পারে ৪.২%।

আরও পড়ুনঃ স্কুল কলেজ খোলার কোনো অনুমতি দেওয়া হয়নিঃ কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রক

তবে অর্থনীতির বহর শূন্যের ৬.৮% নীচে নামবে চলতি অর্থবর্ষে। পূর্বাভাসে জিডিপি বৃদ্ধির হার এ বার শূন্যের ৫% নীচে নামিয়েছে তারা। সঙ্গে বলেছে, অর্থবর্ষের প্রথম ত্রৈমাসিকে (এপ্রিল-জুন) জিডিপি সরাসরি কমবে ২৫%। ভয়ঙ্কর মন্দার সম্মুখীন হতে চলেছে ভারতীয় অর্থনীতি। এখন ভারতীয় অর্থনীতিকে আরও চাঙ্গা করতে কি পদক্ষেপ নেবে সরকার, সেটাই দেখার।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here