মোহনা বিশ্বাস, ওয়েব ডেস্কঃ
করোনার কু-নজরে ভারতের অর্থনীতি। কোভিড-১৯-এর প্রভাবে ক্রমশ দূর্বল হয়ে পড়ছে ভারতীয় অর্থনীতি। চলতি অর্থবর্ষে ভারতে অর্থনীতির সঙ্কোচনের পূর্বাভাস দিয়েছে একের পর এক সমীক্ষা ও আর্থিক সংস্থা। মন্দার ইঙ্গিত ছিল উপদেষ্টা সংস্থা গোল্ডম্যান স্যাক্সের রিপোর্টে। ভারতের ইতিহাসে অর্থনীতির সবচেয়ে ভয়াবহ মন্দাবস্থা সম্ভবত এবছরই দেখতে হতে পারে সকলকে।
করোনা মোকাবিলায় মার্চের শেষেই শুরু হয়েছিল লকডাউন। একেই কমজোরী ছিল ভারতীয় অর্থনীতি, তারওপর লকডাউনের ধাক্কায় আরও দূর্বল হয়ে গিয়েছে অর্থনীতির অবস্থা। ফলে জানুয়ারি-মার্চে বৃদ্ধির হার নামতে পারে ১.২ শতাংশে। আর সব মিলিয়ে গত অর্থবর্ষে তা হতে পারে ৪.২%।
আরও পড়ুনঃ স্কুল কলেজ খোলার কোনো অনুমতি দেওয়া হয়নিঃ কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রক
তবে অর্থনীতির বহর শূন্যের ৬.৮% নীচে নামবে চলতি অর্থবর্ষে। পূর্বাভাসে জিডিপি বৃদ্ধির হার এ বার শূন্যের ৫% নীচে নামিয়েছে তারা। সঙ্গে বলেছে, অর্থবর্ষের প্রথম ত্রৈমাসিকে (এপ্রিল-জুন) জিডিপি সরাসরি কমবে ২৫%। ভয়ঙ্কর মন্দার সম্মুখীন হতে চলেছে ভারতীয় অর্থনীতি। এখন ভারতীয় অর্থনীতিকে আরও চাঙ্গা করতে কি পদক্ষেপ নেবে সরকার, সেটাই দেখার।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584