ওয়েবডেস্কঃ
শুক্রবার ভারতীয় নির্বাচন কমিশন এক অভিযোগ দায়ের করে দিল্লি পুলিশকে তদন্ত করে খুঁজে বের করতে বলে কে বা কারা এনআরআই বা অনাবাসী ভারতীয়দের ভোটাধিকার প্রসঙ্গে ভুয়ো খবর ছড়াচ্ছে।
ভারতীয় নির্বাচন কমিশন তাদের অভিযোগে বলে যে সোশ্যাল মিডিয়ায় তাদের লোগো ব্যবহার করে গুজব ছড়ানো হচ্ছে যে এনআরআই অর্থাৎ বিদেশে বসবাসকারী ভারতীয়রা আসন্ন লোকসভা নির্বাচনে অনলাইনে তাদের ভোটাধিকার প্রয়োগ করতে পারবেন। এই ফেক নিউজ বা ভুয়ো খবর ভারতীয় সংবিধানের আইপিসি ৫০৫ ধারা অনুযায়ী দণ্ডনীয় অপরাধ।
It has come to our notice that the following FAKE NEWS is circulating on some WhatsApp groups.
It is clarified that you can only apply for voter registration online through https://t.co/oC8AwgyIdK portal pic.twitter.com/OTxjb1zFbA— Sheyphali Sharan (@SpokespersonECI) February 21, 2019
গত ২১ শে ফেব্রুয়ারী ভারতীয় নির্বাচন কমিশনের মুখপাত্র জানান যে এ ধরনের কোনো সুবিধা বিদেশে বসবাসকারী অনাবাসী ভারতীয়দের জন্য দেওয়া হয়নি। বর্তমান নিয়ম অনুযায়ী বিদেশে বসবাসকারী ভারতীয়দের ভোটার হিসাবে নিজেদের নাম নথিভুক্ত করতে হবে। তারপর তাদের ভারতে এসেই নিজেদের নির্দিষ্ট লোকসভা কেন্দ্রে গিয়ে আসল পাসপোর্ট দেখিয়ে ভোটাধিকার প্রয়োগ করতে হবে ।
বিদেশমন্ত্রক সূত্রে জানা গেছে বর্তমানে প্রায় তিন কোটিরও বেশি ভারতীয় পৃথিবীর বিভিন্ন দেশে বসবাস করছে।
আরও পড়ুনঃকাশ্মীরি ও সংখ্যালঘুদের নিরাপত্তাঃকেন্দ্র ও রাজ্যগুলিকে সুপ্রিম কোর্টের কড়া নির্দেশ
ভারতীয় নির্বাচন কমিশনের এক এক্সপার্ট কমিটি অনাবাসী ভারতীয়দের ‘ই-ভোটিং’ এর প্রস্তাব নাকচ করে দিলেও ‘প্রক্সি-ভোটিং’ এর ব্যাপারে সম্মতি দিয়েছে। সেই প্রক্সি-ভোটিং বিল লোকসভায় পাস হলেও রাজ্যসভায় এখনো পেশ হয়নি।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584