নিউজফ্রন্ট, ওয়েবডেস্কঃ
জানুয়ারি ২১ পর্যন্ত নভেল করোনাভাইরাসের(nCoV) সংক্রমণ খতিয়ে দেখতে সর্বমোট ৪৩ টি বিমান ও ৯,১৫৬ জন যাত্রীর পরীক্ষা করা হয়েছে। স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রকে সূত্রে বুধবার এই কথা জানা গেছে।
স্বাস্থ্য সচিব প্রীতি সুদানের তরফে জানা গেছে, যথেষ্ট কড়া পরীক্ষা চালানো হচ্ছে যাত্রীদের উপর। কোনওভাবে করোনাভাইরাসের উপশম যদি কারও মধ্যে দেখা যায়, তবে তার প্রাথমিক স্তরে চিকিৎসা করা হবে। মন্ত্রক সূত্রে খবর করা হয়েছে কোনও যাত্রী যদি বিন্দুমাত্র উপশম সম্পর্কে নিজে থেকে সন্দেহ প্রকাশ করেন, তবে তৎক্ষণাৎ তার নিকটতম স্বাস্থ্য কেন্দ্রে গিয়ে পরীক্ষা করিয়ে নেওয়া প্রয়োজন।
আরও পড়ুনঃ নাসিরকে পালটা আক্রমণ অনুপমের, টুইটারে ভিডিও পোস্ট করে ব্যক্তিগত বিষয় তুলে কটাক্ষ
স্বাস্থ্য সচিব আরও জানিয়েছেন, স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রক সমস্ত রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলগুলিকে খবর পাঠিয়ে রেখেছে যে তাদের রাজ্যে বহিরাগত যাত্রী বা পর্যটক এলেই যাতে তাদের নিখুঁত পরীক্ষা করা হয় এবং সন্দেহজনক কোনও উপশম দেখলেই যেন মন্ত্রকে খবর দেওয়া হয়।
আরও পড়ুনঃ বিশ্ব গণতন্ত্র সূচকে অবনতি ভারতের, দশ ধাপ পিছিয়ে ৫১ নম্বরে দাঁড়িয়ে দেশ
আরও জানানো হয়েছে যে সম্ভাব্য প্রকোপগুলির জন্য প্রস্তুতি, সনাক্তকরণ এবং প্রতিক্রিয়া জানাতে প্রয়োজনীয় পর্যালোচনা মন্ত্রক ইন্টিগ্রেটেড ডিজিজ সার্ভিল্যান্স প্রোগ্রামের মাধ্যমে সমস্ত রাজ্য, কেন্দ্রশাসিত অঞ্চলগুলিকে সতর্ক করবে।
এখনও পর্যন্ত পাওয়া খবরে জানা গেছে, দিল্লি, মুম্বই, কলকাতা, হায়দ্রাবাদ, কোচি প্রভৃতি বিমানবন্দরগুলিতে খবর পাঠানো হয়েছে মেইনল্যান্ড চায়না থেকে আসা যাত্রীদের স্ক্রিনিং-এর ব্যবস্থা করতে। পাশাপাশি এও জানানো হয়েছে, যাত্রীরা নিজে থেকে এসে যদি তাদের উপশমের কথা জানান, তাহলে বিমানবন্দর কর্তৃপক্ষের পক্ষে সুবিধা হয়, কম সময়ে অপারেশন চালানোর।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584